শেখ নজরুল ইসলাম,(তালা উপজেলা প্রতিনিধি)
তালা উপ শহরের একমাত্র খেলাধুলার মাঠ তালা সরকারি কলেজ মাঠ,এই মাঠটি বর্তমানে খেলাধুলার একদম অনুপযোগ হয়ে পড়েছে, দীর্ঘদিন কোন খেলা হয় না, সংস্কার হচ্ছে না, নেই কোনো গোল পোস্ট, মাঠটিতে খেলার উপযুক্ত পরিবেশ না থাকার কারণে তালার যুব সমাজ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে এলাকার ক্রীড়ামদি মানুষ।
এই মাঠটিতে এক সময় জাতীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হতো। সরজমিনে দেখা যায় খেলাধুলার অনুপযোগী বিশেষ করে এই মাঠের গোল পোস্ট নেই। সাবেক এমপি মোস্তফা লুৎফুল্লার অর্থায়নে এবং তালা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে তুই কিছুটা সংস্কার হলোও, এখন আরো কিছু সংস্কার হলেই মাঠটি খেলার উপযোগী হতে পারে।
তালার ক্রীড়া সংগঠক দের মধ্যে হাবিবুল ইসলাম হাবিব, কাইম ইসলাম ডাবলু, সৈয়দ রাজিবুল ইসলাম, আসাদুল ইসলাম আসাদ, ইমরান হোসেন সোহেল, মহিবুল্লাহ মহিব, সিদ্দিকুর রহমান, তুহিন, আলামিন, ওজিয়ার সহ সকলে জানান বর্তমানে জুয়া, মাদক সামাজিক অবক্ষয় থেকে রক্ষার জন্য তালা সরকারি কলেজ মাঠে ফিরিয়ে আনা খুবই প্রয়োজন এবং সময়ের দাবি, তারা সকলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন যাহাতে খেলার উপযোগী করা যায়।
তালা কিছু ক্রীড়া সংগঠক সরকারি কলেজ অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন,এবং মাঠে খেলার পরিবেশটা ফিরিয়ে আনতে অনুরোধ করেন। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মহোদয়ের বক্তব্য না পাওয়া গেলেও, সাক্ষাৎকৃত নেতৃবৃন্দরা বলছেন অধ্যক্ষ মহোদয় আন্তরিক এবং মাঠে খেলার পরিস্থিতি ফিরে আসে সে বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণে চেষ্টা করবেন।আমাদের যুব সমাজ কে
মাদক মুক্ত সুস্থ জীবন যাপনের জন্য সরকারি কলেজ মাঠে খেলাধুলার উপযোগী করার অত্যন্ত প্রয়োজন বলছেন ক্রীড়া মোদী এলাকাবাসী।