আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি):
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগবাড়ি এলাকার অবৈধ কারেন্ট জাল গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত দশ লক্ষ মিটার কারেন্ট জাল যার মূল্য ৩ কোটি টাকা বলে নৌ পুলিশ সুত্রে জানা গেছে। পরে ওই সমস্ত কারেন্ট জাল জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানাগেছে মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির লোকজন বুধবার ( ৪ ডিসেম্বর) দুপুর আড়াইটা হতে সন্ধা সাড়ে ৫ট পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। এ সময় মুন্সীগঞ্জ সদর সহকারী কমিশনার ভূমি মো. শোয়েব শাত-ঈল ইভান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সিনিয়র উপজেলা ম্যৎস্য কর্মকর্তা আবুল হাসেম, মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির এসআই মাজহারুল ইসলাম প্রমূখ।
এ ব্যাপারে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন, দশ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। যার দাম ৩ কোটি টাকার মতো পরে এগুলো আমরা আগুনে পুড়িয়ে জনসম্মুখে ধ্বংস করেছি।