বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “বাংলাদেশের ভবিষ্যৎ শুধুমাত্র বিএনপির নেতৃত্বের মাধ্যমেই নিরাপদ। বিএনপিকে শেষ করতে পারলেই জামায়াত রাজত্ব প্রতিষ্ঠা করতে পারবে,”—এমন মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা আব্বাস বলেন, “জামায়াত, চরমোনাই ও এনসিপি—এদের কোনো কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই। বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হলে, তা যাচাই করাও জরুরি।”
তিনি আরও বলেন, “দেশের বড় বড় গ্রুপ থেকে চাঁদা নিয়ে সুকৌশলে জামায়াত তাদের কর্মসূচি চালাচ্ছে। তারা চাচ্ছে বিএনপি শেষ হলে তারা রাজত্ব করবে, কিন্তু বিএনপি ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়।”
তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, “তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।”
এ সময় মির্জা আব্বাস আরো অভিযোগ করেন, “বিএনপির কাঁধে ভর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলে ভেড়ানোর চেষ্টা করছে, এবং এতে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন।”
তিনি বলেন, “বিএনপির বিরুদ্ধে এসব ষড়যন্ত্র, অপপ্রচার কোনোভাবেই সফল হবে না। আমাদের জনগণের প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নিজ অবস্থানে অটুট থাকবে।”
এদিকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন। মির্জা আব্বাসের বক্তব্যে বিএনপির প্রতিরোধের শপথ পুনর্ব্যক্ত হয়।