ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে রাত পোহালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে পৌর এলাকার পাড়ায় মহল্লায় এবং চায়ের টেবিলে দেখা গেছে এমন চিত্র। আওয়ামী সরকারের সময় ২০০৮ সালের পর এই প্রথম আগামীকাল সোমবার ২৫ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে পৌর শাখা বিএনপি।
দ্বি-বার্ষিক কাউন্সিলে নাজিবুল্লাহ ও চপল চৌধুরী গ্রুপের মনোনীত সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন মো. নুরুল ইসলাম এবং ফুটবল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজুয়ান হোসেন রঞ্জু। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে হাতি প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান মিজান ও টিউবওয়েল প্রতীক নিয়ে মো. সাব্বির হোসেন সাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে শামসুজ্জোহা খান জোহা গ্রুেপের মনোনীত সভাপতি পদে ছাতা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শহিদুর ইসলাম সরকার এবং মোরগ প্রতীক নিয়ে মো. আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে বাইসাইকেল প্রতীক নিয়ে মো. আব্দুর রহমান ও কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মোস্তাফিজুর রহমান।
বিএনপি সমর্থক ও ভোটার সূত্রে জানা গেছে, দ্বি-বার্ষিক কাউন্সিলে আগামীতে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়নের মধ্য দিয়ে যারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন এমন যোগ্য নেতৃত্ব বাছাই করে নতুন মুখ নির্বাচিত করবেন। এতে ১৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৮ জন স্বতন্ত্র। বাকি ৬ জন বিএনপি মনোনীত প্রার্থী।
তবে তাঁরা এও বলেছে যে, সভাপতি পদে
চপল চৌধুরী গ্রুপের মনোনীত চেয়ার প্রতীকে মো. নুরুল ইসলামের সঙ্গে ছাতা প্রতীক নিয়ে মো. শহিদুর ইসলামের এবং ফুটবল প্রতীকে সাধারণ সম্পাদক পদে রেজুয়ান হোসেন রঞ্জুর সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে মোরগ প্রতীক নিয়ে মো. আনোয়ারুল ইসলামের। স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ সম্পাদক বাদে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেজুয়ান হোসেন রঞ্জু বলেন, বিএনপির দুঃসময়ে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এ পর্যন্ত এসেছি। আসছে ২৫ তারিখ মঙ্গলবার সাধারণ সম্পদক পদে আমাকেই নির্বাচিত করবেন ভোটাররা। এর মধ্য দিয়ে আমরা তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করবো।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান চৌধুরী চপল বলেন, চাঁদাবাজ দখলবাজ ও সিন্ডিকেটদের প্রতিহত করতে নুরুল ইসলাম ও রেজুয়ান হোসেন রঞ্জু প্যানেলকে ভোটের মাধ্যমে বিজয়ী করার আহ্বান জানান।