মোঃ আলী মোর্তজা, বুটেক্স প্রতিনিধি :
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্যতম ক্লাব বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অপূর্ব চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন সাকিব।
দায়িত্বপ্রাপ্ত সভাপতি অপূর্ব চন্দ্র দাস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন সাকিব ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাগর হোসাইন। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাওসিক জারিফ সিয়াম, মো. কাইয়ুম হোসাইন, শামীম হোসাইন, সৌমিক সরকার রূদ্র, ইমরান খান ফাহিম, মাহমুদ হোসাইন, মোঃ আসাদুজ্জামান অভি, সৌরভ চৌহান, শাহারিয়ার পার্থ, মুছাব্বির হাসান এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল রাফি।
বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের নতুন সভাপতি অপূর্ব চন্দ্র দাস বলেন, বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাব শুরু থেকেই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও মেধা বিকাশে কাজ করে আসছে। শুধু বুটেক্স নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল কলেজ ও টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নিয়ে আমাদের ক্লাব কাজ করে যাচ্ছে। আমরা নিয়মিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করি, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক।
আমাদের কার্যক্রমের অন্যতম উদাহরণ হলো ‘ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড’। প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেক্সটাইল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের সুযোগ পায়।
সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন সাকিব বলেন, আমি বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে অত্যন্ত গর্বিত। এটি আমার জন্য এক বিশাল দায়িত্ব, এবং আমি আশাবাদী যে, আমার নেতৃত্বে ক্লাবটি আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে, আমরা বুটেক্সে
ইয়ুথদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করবো, যাতে তারা টেক্সটাইল সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি বিশ্বাস করি, একসাথে আমরা অনেক কিছু অর্জন করতে পারব।