জাবের হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ি কাঞ্চননগর ইউনিয়নে বড়ই(কুল) চাষে এবার বাম্পার ফলন হয়েছে। ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের বাসিন্দা উদ্যোক্তা জনাব ইকবাল মুন্সি দীর্ঘ ১১ বছর ধরে প্রায় ১০ একর জায়গায়র মধ্যে সাফল্যের সাথে কুল চাষ করে আসছেন। এরি ধারাবাহিকতায় এবার ও তিনি কুল চাষে সফল হয়েছেন। তার এই বাগানে ছোট বড় প্রায় ১ হাজার বড়ই গাছ রয়েছে।
তিনি প্রতি দিন এই গাছ গুলো থেকে গড়ে প্রায় ২০০ কেজি বড়ই সংগ্রহ করে। এর থেকে দৈনিক প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করেন। তিনি এই বড়ই গুলো পাইকারি দর প্রতি কেজিতে ১৫০/১৬০ টাকা বিক্রি করেন। তার এই বড়ই গুলো অত্যন্ত সুমিষ্ট হওয়ায় জেলা শহর ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা বিক্রেতারা তার বাগানে ছুটে আসেন।
শুধু তাই নয় বিদেশে অবস্থানরত প্রবাসীদের পছন্দের শীর্ষে রয়েছে তার বাগানের এই বড়ই গুলো। রীতিমত প্রতিদিন প্রাবাসীদের জন্য ও অর্ডার চলে তার বাগানের এই সুমিষ্ট কুল গুলো।
বাগানে কি কি জাতের বড়ই চাষ করেছেন সে ব্যাপারে বাগান মালিক ইকবাল সাহেব কে প্রশ্ন করা হলে তার জবাবে তিনি বলেন ” এই বাগানে প্রায় কয়েক জাতের বড়ই চাষ হয়েছে তার মধ্যে রয়েছে বলসুন্দরী, কাশ্মীরী আপেল কুল, বাউকুল উল্লেখযোগ্য। কুল চাষের পাশাপাশি তার বাগানে আরো রয়েছে পেয়ারা, মালটা, ও বিভিন্ন জাতের সবজি।
তবে সবচেয়ে বেশী লাভজনক কুল চাষে। তার এই বাগানের কুল গাছ গুলো প্রায় টানা ৭/৮ বছর ধরে ভালো ফলন দেয় বলে তিনি জানিয়েছেন।