ফরিদ মিয়া, নান্দাইল প্রতিনিধি:
পাইকুড়া প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত কেন্দুয়ার উপজেলার পাইকুড়া প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুলে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় দলগত ও একক মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন শেষে ছাত্র/ছাত্রীদের পৃথক পৃথক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহতাব উদ্দিন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূইঁয়া গ্রুপের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম ভূইঁয়া।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (মিরপুর) এর সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ফখরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মুল্লুক বাহাদুর, সমাজ সেবক এরশাদুল হক, কবি লেখক ও সাজেন্ট অব: কাজী আলম ভূইঁয়া, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত আলী, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন, সোহেল রানা, শ্রী লিংকন চন্দ্র সুত্রধর, শরিফুল আজম মানিক সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল্লাহ। সকাল ১০টা থেকে সারাদিন ব্যাপী পাইকুড়া প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুল মাঠে ওই স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হয়ে। উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মেয়েদের শুধু লেখাপড়া জানলেই হবে না।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, নাচ-গান সহ অন্যান্য নৈতিক শিার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরে বিকেলে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।