মোঃরবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি:
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় অপুলেন্ট ই কমার্স ইন্টারন্যাশানাল লিমিটেড নামীয় প্রতিষ্ঠানে ঔষধ প্রশাসন, কুমিল্লা ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত করে। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্ধ করা হয়।
জানা যায়, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় দীর্ঘদিন যাবত মোঃ রাকিব হাসানের মালিকানাধীন অপুলেন্ট ই কমার্স ইন্টারন্যাশানাল লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটি অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ ও অননুমোদিত মোড়ক সামগ্রী সংরক্ষণ ও অবৈধভাবে ভারতীয় ঔষধ আমদানী করে আসছে। গোপন সংবাদের ভিত্ততে ঔষধ প্রশাসন, কুমিল্লা ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত করে।
অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন ভারতীয় বিক্রয় নিষিদ্ধ ঔষধ পাওয়া যায় যা বাংলাদেশে বিক্রয়ের কোন অনুমতি নেই। এছাড়াও অননুমোদিত বিভিন্ন ঔষধের মোড়ক সামগ্রী পাওয়া যায়। যার কোন অবৈধ কাগজপত্র দেখাতে পারেনি কোম্পানীটি।
পরে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ ও অননুমোদিত মোড়ক সামগ্রী সংরক্ষণ ও অবৈধভাবে ঔষধ আমদানী ইত্যাদি অপরাধের অভিযোগের ভিত্তিতে ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার জরিমানা এবং বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্ধ করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম। অভিযান কালে ঔষধ প্রশাসন, কুমিল্লার পক্ষে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক মো: শাহজালাল ভূইয়া।