শনিবার, ১৪ জুন ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য

হত্যা মামলায় হাসানুল হক ইনু, চলছে জিজ্ঞাসাবাদ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৬ আগস্ট) বিকেলে উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। গ্রেপ্তারের পর একটি মাইক্রোবাসে করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব […]

নিউজ ডেস্ক

২৬ আগস্ট ২০২৪, ১৮:৫৫

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৬ আগস্ট) বিকেলে উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। গ্রেপ্তারের পর একটি মাইক্রোবাসে করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয়, হাসানুল হক ইনুকে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। গত ২১ আগস্ট ডিএমপির নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। মামলা নং-৪।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. রবিউল হোসেন ভুঁইয় বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

অন্যান্য

নতুন ক্যারিয়ার সুযোগ: ভিডিও এডিটর পদে ৫ জনকে নিয়োগ দেবে দৈনিক সকাল

পদবি: ভিডিও এডিটরডিপার্টমেন্ট: নিউজ বিভাগকাজের ধরন: ফুলটাইমবেতন: আলোচনা সাপেক্ষেকর্মস্থল: ঢাকা দায়িত্বসমূহ:নিউজ রিপোর্টারের সঙ্গে সমন্বয় করে ভিডিও প্রতিবেদন তৈরি। প্রোডিউসার ও রিপোর্টারের সঙ্গে সমন্বয় করে চাহিদা অনুযায়ী প্রোগ্রাম তৈরি। বিভিন্ন ক্যামেরার ভিডিও কোড সম্পর্কে সম্যক ধারণা থাকা। গ্রাফিক্স ভিত্তিক প্রোগ্রাম প্রস্তুত করা। অনএয়ারের আগে প্রোগ্রামের জন্য প্রোমো ভিডিও তৈরি করা। অন-এয়ার প্রোগ্রাম পরিচালনা ও সম্পাদনায় অভিজ্ঞতা […]

নতুন ক্যারিয়ার সুযোগ:  ভিডিও এডিটর পদে ৫ জনকে নিয়োগ দেবে দৈনিক সকাল

দৈনিক সকাল

নিউজ ডেস্ক

০১ মে ২০২৫, ২১:৫১

পদবি: ভিডিও এডিটর
ডিপার্টমেন্ট: নিউজ বিভাগ
কাজের ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা

দায়িত্বসমূহ:
নিউজ রিপোর্টারের সঙ্গে সমন্বয় করে ভিডিও প্রতিবেদন তৈরি।

প্রোডিউসার ও রিপোর্টারের সঙ্গে সমন্বয় করে চাহিদা অনুযায়ী প্রোগ্রাম তৈরি।

বিভিন্ন ক্যামেরার ভিডিও কোড সম্পর্কে সম্যক ধারণা থাকা।

গ্রাফিক্স ভিত্তিক প্রোগ্রাম প্রস্তুত করা।

অনএয়ারের আগে প্রোগ্রামের জন্য প্রোমো ভিডিও তৈরি করা।

অন-এয়ার প্রোগ্রাম পরিচালনা ও সম্পাদনায় অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা:
ভিডিও ও অডিও মান নির্ণয়ের সক্ষমতা থাকতে হবে।

অন্তত দুটি এডিটিং সফটওয়্যার (যেমন: Premiere Pro, Final Cut Pro ইত্যাদি) ব্যবহারে দক্ষতা।

কালার গ্রেডিং ও কালার ব্যালেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।

গ্রাফিক্স সফটওয়্যার যেমন Adobe Photoshop, Illustrator এবং After Effects-এ কাজের অভিজ্ঞতা আবশ্যক।

Windows এবং Mac উভয় প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা:
প্রার্থীদের ভিডিও এডিটিং-এ ন্যূনতম ৩ থেকে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদেরকে তাদের জীবনবৃত্তান্ত (CV) ইমেইলের মাধ্যমে পাঠাতে অনুরোধ করা হচ্ছে।
ইমেইল ঠিকানা: [email protected]

অন্যান্য

এবার ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের ১৫টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে […]

এবার ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

এবার ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

নিউজ ডেস্ক

০৯ মে ২০২৫, ০০:১৬

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের ১৫টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার বলেছে, ভারতীয় বাহিনী শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় এবং অন্যান্য স্থানের সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলার চেষ্টার জবাবে লাহোরসহ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।

ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জবাবে বৃহস্পতিবার সকালে একই মাত্রার হামলা পাকিস্তানে করা হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করা হয়েছে।

রাডার ব্যবস্থাকে ধ্বংস করার কাজে ব্যবহারের লক্ষ্যে তৈরি হারপি ড্রোনের মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা করা হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র দাবি করেছে।


তারা বলেছে, ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় ১৫ শহরে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার জন্য ভারতীয় সামরিক বাহিনী রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ব্যবহার করেছে। ভারতের সরকারি কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এরপর বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেছেন, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদরদপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে ভারতীয় একটি ড্রোন আঘাত করেছে। এতে সেখানে অন্তত চার সৈন্য আহত হয়েছেন। এর আগে, তিনি বলেছিলেন অভিযান এখনও চলছে। ভারতীয় ড্রোনের আঘাতে পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধুতে এক বেসামরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ড্রোনের বিধ্বস্ত স্থলে অনেক মানুষ জমায়েত হয়েছেন। এ সময় অনেকেই সামরিক স্থাপনার কাছাকাছি ভিড় জমান। লাহোরজুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

অন্যান্য

স্ত্রী পরকীয়ায় প্রবাসী নিঃস্ব, টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় স্ত্রী ও শাশুড়ি লোকজনের প্রতারণায় শফিকুল ইসলাম নামের এক প্রবাসীর নিঃস্ব হয়েছে। তিনি তার অর্থ ফেরতের দাবিতে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কুরপাড় এলাকা একটি ব্যক্তিগত চেম্বারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলাম পৌরসহরের সাতপাই বিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রতিবেশী ডিজে আক্তার কে বিয়ে করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৯ […]

প্রতিনিধি ডেস্ক

২৭ মার্চ ২০২৫, ২১:৪৫

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় স্ত্রী ও শাশুড়ি লোকজনের প্রতারণায় শফিকুল ইসলাম নামের এক প্রবাসীর নিঃস্ব হয়েছে। তিনি তার অর্থ ফেরতের দাবিতে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কুরপাড় এলাকা একটি ব্যক্তিগত চেম্বারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শফিকুল ইসলাম পৌরসহরের সাতপাই বিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রতিবেশী ডিজে আক্তার কে বিয়ে করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর সৌদি আরব ও ওমানে প্রবাসে থেকে কাজ করেন। প্রবাসে থাকাবস্থায় ছুটিতে এসে পারিবারিক সিদ্ধান্তে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চারুলিয়া এলাকার হেলাল উদ্দিনের মেয়েকে বিয়ে করেন। দীর্ঘ দিন কলমান থাকা অবস্থায় আমার চাকুরি ও উপার্জনের টাকা ব্যাংকসহ বিভিন্ন উপায়ে বাংলাদেশে স্ত্রীর নিকট, তার বড় ভাই বিপ্লব আহম্মদ ও শ্বাশুড়ী মাজেদা আক্তারের নিকট প্রেরণ করি। তারা আমাকে দেশে জায়গা কিনে দিবে ও টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করেদিবে বলে জানায়। আমি সরল বিশ্বাসে আমার স্ত্রী, তার ভাই, মা ও অন্যান্য আত্মীয়-স্বজনকে টাকা দেই। কিন্তু তারা আমার টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেও মূল মালিকানা থেকে আমাকে বঞ্চিত করে। এসব অন্যায়ের বিচারের জন্য পুলিশ, সেনাবাহিনী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বরণাপন্ন হই, কিন্তু কি এক অদৃশ্য কারণে সবাই সত্য বলতে চুপ হয়ে যায়। গত ২০২৫ সালের ১ জানুয়ারী স্ত্রী ও তার পরিবারের কাছে টাকা ও ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ চাইতে গেলে তারা আমাকে মারধর করে। পুনরায় টাকার হিসাব চাইলে তারা আমাকে প্রাণে মারার হুমকি দেয়।

তিনি আরও বলেন, আমার একটি নয় বৎসরের মেয়ে আছে। আমি বিদেশে থাকার সময় আমার স্ত্রী ডেইজি আক্তার বিভিন্ন লোকের সাথে পরকিয়ায় লিপ্ত হয়। অনেক ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক তৈরী করে প্রতারণার ফাঁদে ফেলে। এমন অনেক তথ্য উপাত্ত আমার কাছে রয়েছে। যা তার পূর্বের প্রেমিকগণ আমাকে দিয়েছে। আমার স্ত্রীর এসব কু-কর্মের কথা জানতে চাইলে তার পরিবারের লোকজনকে নিয়ে আমাকে মেরে ফেলা সহ তালাকের হুমকি প্রদান করে। আমি নিজের নিরাপত্তা ও টাকা উদ্ধার করার জন্য আদালতের মাধ্যমে বিচারের আশায় মামলা দায়ের করি।

মামলার পর থেকে স্ত্রীর হুমকিতে আমি ভীত। সে খারাপ প্রকৃতির মানুষ। সে বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দেয়। সম্প্রতি আমার ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা তার পরিবারের লোক দিয়ে লুট করে নিয়ে যায়।

আমি একজন প্রবাসি হওয়ায় আমি এখানে আইনি সহযোগিতা পাচ্ছি না। আমার আপনাদের কাছে জোর দাবী আমার টাকা ও ঘরের লুট হওয়া মালামাল উদ্ধার করার জন্য আপনাদের মাধ্যমে পুলিশের সাহায্য কামনা করছি। এছাড়া কোর্টে মামলা করার পরও পুলিশ আমাকে সহযোগিতা করছে না। আমি আদালতে মামলা করার পর থেকে স্ত্রী ও তার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি, নারী নির্যাতন, পর্ণগ্রাফি ও যৌতুকের মামলা করার হুমকি দিচ্ছে। আমার বাসা দখল করার হুমকি দিচ্ছে। আপনাদের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা ও আদালতের সর্বোচ্চ মহলের কাছে বিচার দাবি করছি।