বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

ভ্রমণ

দ্রুত পাকিস্তানের সঙ্গে ঢাকার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে

আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই) সভাপতি নাসির মনসুর কোরেশির সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান তিনি। খবর দ্য ডনের। বাংলাদেশি হাইকমিশনার বলেন, এই ঘোষণা একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা বাংলাদেশ […]

ফারজিন লিটু

২৯ জানুয়ারী ২০২৫, ১৩:১৩

আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই) সভাপতি নাসির মনসুর কোরেশির সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান তিনি। খবর দ্য ডনের।

বাংলাদেশি হাইকমিশনার বলেন, এই ঘোষণা একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।

তিনি জানান, ঢাকা, করাচি ও লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটও শিগগিরই চালু হবে, যা বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময়কে আরও সহজ করবে।

এ সময় পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদার করতে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশের ভিসা পাওয়ার সহজ প্রক্রিয়ার কথা তুলে ধরেন ইকবাল হোসেন। উভয় দেশকে যৌথ উদ্যোগ ও শিল্প সহযোগিতা অন্বেষণের জন্য উৎসাহিত করেন তিনি।

বাংলাদেশি হাইকমিশনার বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের জন্য সমৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগে স্বাক্ষর করার ব্যাপক সুযোগ রয়েছে, যা বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা তুলে ধরছে।

আইসিসিআই সভাপতি জানান, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়িক, শিল্প ও বাণিজ্য সম্প্রদায় উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করতে পারে।

শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। নাসির মনসুর কোরেশি জানান, সম্ভাব্য বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি যত দ্রুত সম্ভব ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার লক্ষ্যে বাংলাদেশ সফর করতে চান।

ভ্রমণ

উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার, ঢাকায় গোলাপি বাসে চড়তে লাগবে টিকিট

গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টারভিত্তিতে চলবে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে। এভাবে চলবে প্রায় ২ হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটে উঠবেন। আর সব বাস হবে গোলাপি রঙের। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য […]

ফারজিন লিটু

০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২:১৬

গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টারভিত্তিতে চলবে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে। এভাবে চলবে প্রায় ২ হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটে উঠবেন। আর সব বাস হবে গোলাপি রঙের।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে টিকিট কাউন্টার ভিত্তিতে বাস পরিচালনার উদ্যোগ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, গত ১৬ বছর ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহণ করেছে। এতে রুটে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠা-নামা করার কারণে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। ১৯ ডিসেম্বর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিকদের চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে।

আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধন করা হবে।

চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাস টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে জানিয়ে সাইফুল আলম বলেন, এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করবেন। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।

টিকিট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাসচালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে সাইফুল আলম বলেন, টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহণে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া পরিবহণ শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, তা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি এমএ বাতেন, কোষাধ্যক্ষ এএসএম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রমণ

ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

মার্কিন ভিসার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যেটি কার্যকর করা হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবারের (৭ ফেব্রুয়ারি) মধ্যে www.ustraveldocs.com ওয়েবসাইটটি থাকবেনা। মার্কিন দূতাবাস জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতিতে […]

ফারজিন লিটু

০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১:৫৩

মার্কিন ভিসার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যেটি কার্যকর করা হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবারের (৭ ফেব্রুয়ারি) মধ্যে www.ustraveldocs.com ওয়েবসাইটটি থাকবেনা।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতিতে তাদের ওয়েবসাইট সেবা শুরু করতে যাচ্ছে।

তবে বুধ থেকে শুক্রবারের মধ্যে যেসব ভিসা আবেদনকারীর সাক্ষাৎকারীর সময় নির্ধারণ করা আছে, তারা নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হবেন।

৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে।
ভিসাপ্রত্যাশীদের আবেদন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসে ওয়েবসাইটে ভিজিট করার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

ভ্রমণ

বিদেশ ভ্রমণে ব্লকলিস্টেড করে বিগত সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এসবি জানায়, বিগত সরকারের শাসনামলের ‘ব্লকড লিস্ট’ এর কারণে ভুলবশত এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। এ তালিকায় কয়েক হাজার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যাতে করে তাদের বিদেশ সফরের সময় আটকে […]

নিউজ ডেস্ক

২৪ নভেম্বর ২০২৪, ১৭:১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

এসবি জানায়, বিগত সরকারের শাসনামলের ‘ব্লকড লিস্ট’ এর কারণে ভুলবশত এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। এ তালিকায় কয়েক হাজার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

যাতে করে তাদের বিদেশ সফরের সময় আটকে দেওয়া যায় বা বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখা যায়।

রোববার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এসবি জানায়, ঘটনার বিষয়ে পুলিশের বিশেষ শাখা (এসবি) তদন্ত শুরু করেছে। ইতোমধ্যেই এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের বিশেষ শাখা আগের তালিকা থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ভিন্নমতাবলম্বী, সাংবাদিক ও অধিকারকর্মীদের বাদ দিতে শুরু করে।

কাজটির বেশির ভাগই হাতে-কলমে করা হচ্ছে। ফলে কিছু ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকের নাম এখনো রয়ে গেছে। তালিকাটি দ্রুত যাচাই করে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে।

নুরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে এসবি জানায়, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু। দেশ ও জনগণের সেবায় পুলিশ বাহিনী দৃষ্টান্ত গড়তে চায়।