আকাশ পথ নজরদারি রাখার জন্য দুটি রাডার ক্রয় করেছে বাংলাদেশ ,৭৩০ কটি টাকা ব্যায় করে আধুনিক দুটো রাডার ফ্রান্স থেকে কেনা হয়েছে । একটি রাডার স্থাপন করা হয়েছে ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এবং দিতীয় টি স্থাপনের কাজ চলছে চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ।
এখন থেকে প্রতিবেশি রাস্ট্র ভারতের বিমান বাংলাদেশের আকাশ সীমা পাড়ি দিতে হলেও কর প্রদান করতে হবে ,এর আগে কখনোই ভারত বাংলাদেশ কে কর প্রদান তো করেইনি বরং বাংলাদেশের সচল রাডার নাথাকায় উল্টো প্রাপ্য আকাশ পথের কর নিয়ে গিয়েছে ভারত তাদের সক্রিয় রাডারের মাধ্যমে কিন্তু ভারত কে
এখন থেকে বিমান প্রতি সাতশত [৭০০] ডলার প্রদান করতে হবে ।
ভারতের কমপক্ষে একশ [১০০] বিমান ওঠানামা করে বাংলাদেশের ভূখণ্ডে ,তাই ভারত কে ৭০০ ডলার করে ১০০ বিমানের জন্য সত্তর [৭০,০০০] হাজার ডলার কর প্রদান করতে হবে । শুধুমাত্র ভারত ই নয় ,এখন থেকে বাংলাদেশের ভূখণ্ড বা আকাশ সীমায় যে কোন দেশের বিমান চলাচল করলে বাংলাদেশ কে কর প্রদান করতে হবে ।
ভারতের কুটিল দাদাগিরি ও আমাদের বিগত সরকার গুলোর সক্রিয় পদেক্ষেপ না নেয়া ও নজরদারির অভাব বা অতিমাত্রাই ভারত সারকার কে প্রভু মেনে নতজানু নীতির কারনে বাংলাদেশ তার ন্যায্য রাজ্যস্ব থেকে বঞ্চিত হয়েছে সুদীর্ঘ ৫৩ বছর ।