তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের দেয়া ১৪৯ রানের টার্গেট ১১ বল হাতে রেখে টপকে যায় ঢাকা।
টস জিতে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে চট্টগ্রাম। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়ে সাজঘরে ফেরেন জুবাইদ আকবরী। ১৯ রান করে আউট হন গ্রাহাম ক্লার্ক। ইনিংস বড় করতে পারেননি শামীম পাটোয়ারি ও হায়দার আলী।
১২ রান আসে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে। আর সর্বোচ্চ ৪৪ রান করে মোসাদ্দেকের স্পিনে কাটা পড়েন ওপেনার নাইম ইসলাম।
শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের পুঁজি পায় চট্টগ্রাম। জবাবে লিটন দাস ২৫ রান করে আউট হলেও অপরাজিত ৯০ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন তানজিদ তামিম। আসরে এটি তৃতীয় জয় ঢাকা ক্যাপিটালসের।