শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

ক্রিকেট

চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস

তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের দেয়া ১৪৯ রানের টার্গেট ১১ বল হাতে রেখে টপকে যায় ঢাকা। টস জিতে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে চট্টগ্রাম। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়ে সাজঘরে ফেরেন জুবাইদ আকবরী। ১৯ রান করে আউট হন গ্রাহাম ক্লার্ক। ইনিংস বড় করতে পারেননি শামীম পাটোয়ারি ও […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৫, ২১:১৫

তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের দেয়া ১৪৯ রানের টার্গেট ১১ বল হাতে রেখে টপকে যায় ঢাকা।

টস জিতে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে চট্টগ্রাম। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়ে সাজঘরে ফেরেন জুবাইদ আকবরী। ১৯ রান করে আউট হন গ্রাহাম ক্লার্ক। ইনিংস বড় করতে পারেননি শামীম পাটোয়ারি ও হায়দার আলী।

১২ রান আসে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে। আর সর্বোচ্চ ৪৪ রান করে মোসাদ্দেকের স্পিনে কাটা পড়েন ওপেনার নাইম ইসলাম।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের পুঁজি পায় চট্টগ্রাম। জবাবে লিটন দাস ২৫ রান করে আউট হলেও অপরাজিত ৯০ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন তানজিদ তামিম। আসরে এটি তৃতীয় জয় ঢাকা ক্যাপিটালসের।

ক্রিকেট

রাজশাহীর স্বপ্নভঙ্গ করে প্লে-অফে খুলনা

বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় মেহেদি হাসান মিরাজের দল। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি খুলনার। মুস্তাফিজের বলে দলীয় ৮ রানে […]

নিউজ ডেস্ক

০১ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:১৩

বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।
ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় মেহেদি হাসান মিরাজের দল।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি খুলনার। মুস্তাফিজের বলে দলীয় ৮ রানে শূন্য হাতে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখ।

১৪ রানে ফেরেন আফিফ। তাকেও আউট করেন মুস্তাফিজ। এরপর আলেক্স রসকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। দুজনের ৬৮ রানের জুটিতে দিশা পায় খুলনা।
৮২ রানে রস ফিরলে বাকি কাজ সারেন উইলিয়াম বসিস্তোকে নিয়ে। বসিস্তো যখন আউট হন তখন জয় থেকে মাত্র ৪ রান দূরে খুলনা। ছক্কা মেরে কাজটি শেষ করেন মোহাম্মদ নেওয়াজ।
৫৫ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মিরাজ।

ঢাকার হয়ে ৩টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ১টি উইকেট নেন রহমত আলি।

এর টসে জিতে আগে ব্যাটিং করে লিটন দাস ১০ রানে আউট হলেও তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ঢাকা। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে ঢাকা ক্যাপিটালস।

তানজিদ এক প্রান্ত ধরে আগাতে থাকলেও বাকিরা সুবিধা করতে পারেননি।

৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তানজিদ। তখন দলীয় স্কোর ৮২ রানে ৪ উইকেট। এরপর ব্যাটারদের ব্যর্থতায় ১২৩ রানে গুটিয়ে যায় ঢাকা।

খুলনা টাইগার্সের হয়ে ২টি করে উইকেট তোলেন উইলিয়াম বসিস্তো এবং হাসান মাহমুদ।

ক্রিকেট

সাকিবের রেকর্ড ভেঙে সবার ওপরে আছেন তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড এতদিন ধরে ছিলেন সাকিব আল হাসান। এবার সেই রেকর্ড ছুঁয়ে নিজেকে আরও ওপরে নিয়ে গেলেন চলতি মৌসুমে রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। রবিবার (২৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে তাসকিন হয়ে গেলেন বিপিএলের বোলিং ইতিহাসের নতুন শীর্ষ তারকা। ২০১৯ সালে […]

ফারজিন লিটু

২৭ জানুয়ারী ২০২৫, ১২:২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড এতদিন ধরে ছিলেন সাকিব আল হাসান। এবার সেই রেকর্ড ছুঁয়ে নিজেকে আরও ওপরে নিয়ে গেলেন চলতি মৌসুমে রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ।

রবিবার (২৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে তাসকিন হয়ে গেলেন বিপিএলের বোলিং ইতিহাসের নতুন শীর্ষ তারকা।

২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব ১৫ ম্যাচে নিয়েছিলেন ২৩ উইকেট। রংপুরের বিপক্ষে গতকালের ম্যাচে তাসকিন তার এই রেকর্ডকে ছাপিয়ে গেলেন।

ইনিংসের চতুর্থ বলেই স্টিভেন টেইলরকে উইকেটকিপার আকবর আলীর ক্যাচে ফেরান তাসকিন। এরপর ১৯তম ওভারের চতুর্থ বলে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে গড়েন নতুন ইতিহাস।

আসরে উইকেটপ্রাপ্ত বোলার হিসেবে শীর্ষস্থানে পৌঁছাতে তাসকিন গড়েছেন আরও একটি রেকর্ড। ঢাকার বিপক্ষে এক ম্যাচেই ৭ উইকেট শিকার করেছিলেন তিনি যা বিপিএলের কোনো ম্যাচের সেরা বোলিং ফিগার। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তৃতীয় সেরা বোলিং ফিগার।

প্রসঙ্গত, তাসকিনের আগে বিপিএলের এক মৌসুমে ২২টি করে উইকেট শিকার করেছিলেন কেভিন কুপার, মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, রুবেল হোসেন।
২০১৫ সালে কেভিন কুপার বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচে এই কীর্তি গড়েন। ২০১৯ সালের আসরে সাকিবের ২৩ উইকেটের পাশাপাশি মাশরাফী ও রুবেল নিয়েছিলেন ২২ উইকেট।

খেলা

বিপিএল টিকিট বিক্রি: মধুমতী ব্যাংক নয়, সিটি ক্লাবে

মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি) বিপিএল মানেই বিনোদনের এক বিশাল উৎসব। বিপিএলের টিকিট মধুমতী ব্যাংক বিক্রি করার কথা থাকলেও মিরপুর শাখায় টিকিট বিক্রি হচ্ছে না। মধুমতী ব্যাংকে গিয়ে জানা গেছে, “টিকিট বিক্রি ব্যাংকের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে, তাই মিরপুর সাড়ে এগারো সিটি ক্লাব মাঠে একটি টিকিট বিক্রয় ক্যাম্প স্থাপন করা হয়েছে।” এছাড়াও, টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে এবং […]

প্রতিনিধি ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৫, ১৭:৫৫

মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি)

বিপিএল মানেই বিনোদনের এক বিশাল উৎসব। বিপিএলের টিকিট মধুমতী ব্যাংক বিক্রি করার কথা থাকলেও মিরপুর শাখায় টিকিট বিক্রি হচ্ছে না।

মধুমতী ব্যাংকে গিয়ে জানা গেছে, “টিকিট বিক্রি ব্যাংকের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে, তাই মিরপুর সাড়ে এগারো সিটি ক্লাব মাঠে একটি টিকিট বিক্রয় ক্যাম্প স্থাপন করা হয়েছে।”

এছাড়াও, টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে এবং মিরপুর জাতীয় সুইমিং পুল স্টেডিয়ামে একটি অফলাইন টিকিট বিক্রয় ক্যাম্পেও।

২৯ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুইটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে রংপুর রাইডার্স মুখোমুখি হবে চট্টগ্রাম কিংসের। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল।

খেলার টিকিট সংগ্রহের জন্য ২৮ জানুয়ারি সকাল থেকেই উৎসাহী দর্শকদের ভিড় জমে যায়।

এই জমজমাট ম্যাচগুলো উপভোগ করতে আগ্রহী দর্শকদের জন্য টিকিটের সহজলভ্যতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে