সোমবার, ২৩ জুন ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

জাতীয় লিগে সিলেটের প্রথম শিরোপা

গতকালই শিরোপার কাছাকাছি চলে গিয়েছিল সিলেট। আর উৎসবের সেই মঞ্চটা তৈরি করেছিলেন তিন পেসার রেজা রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ ও তোফায়েল আহমেদ। যদিও বরিশালের দেওয়া ১০৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় সিলেট। তবে অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ দারুণ জুটিতে বরিশাল বিভাগকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে প্রথমবারের মতো […]

নিউজ ডেস্ক

২৬ নভেম্বর ২০২৪, ১৬:০৭

গতকালই শিরোপার কাছাকাছি চলে গিয়েছিল সিলেট। আর উৎসবের সেই মঞ্চটা তৈরি করেছিলেন তিন পেসার রেজা রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ ও তোফায়েল আহমেদ। যদিও বরিশালের দেওয়া ১০৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় সিলেট।

তবে অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ দারুণ জুটিতে বরিশাল বিভাগকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো সিলেট বিভাগ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আসরের ষষ্ঠ রাউন্ডে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা। ছয় ম্যাচে চারটি জয় ও দুটি ড্রয়ে সিলেটের পয়েন্ট ৩৭।

দুইয়ে থাকা ঢাকা বিভাগ সমান ম্যাচে দুটি জয় ও চারটি ড্রয়ে অর্জন করেছে ২৫ পয়েন্ট। জাতীয় লিগের আর একটি রাউন্ড বাকি থাকায় তাদের পক্ষে সিলেটকে টপকানো সম্ভব না।

শেষ দিনে জয়ের জন্য সিলেটের লক্ষ্য ছিল মাত্র ১০৫ রান। তবে ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেই চাপ সামলে চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটি গড়েন অমিত ও নাসুম।

৫২ বলে ৪৪ রান করা নাসুম আউট হন জয় থেকে ১ রান দূরে থাকতে। সিঙ্গেল নিয়ে দলকে শিরোপা এনে দেন অধিনায়ক অমিত। উল্লাসে মাতানো অমিত অপরাজিত থাকেন ৬৯ বলে পাঁচটি চারের সাহায্যে ৩৮ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩০৪ রান সংগ্রহ করেছিল বরিশাল।

রাজা ৫ উইকেট নিয়েছিলেন ৬৯ রান খরচায়। জবাব দিতে নেমে ৩৪২ রান করে সিলেট। ৩৮ রানের গুরুত্বপূর্ণ লিড পাওয়ায় বড় অবদান ছিল তোফায়েল ও রাজার। নবম উইকেটে ৯৪ রানের জুটি গড়েছিলেন দুজন। তোফায়েল ৮৪ বলে ৬৪ ও রাজা ১৪০ বলে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন।

আগের দিন বরিশালকে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে গুটিয়ে দেওয়ায় খালেদ ও তোফায়েল রাখেন মূল ভুমিকা। খালেদ ৪ উইকেট দখল করেন ১৮ রানে। তোফায়েল ৩ উইকেট পান ১৭ রানের বিনিময়ে।

বোলিং বিভাগের এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ ও শিরোপা জেতার কাছে চলে যায় সিলেট।

দুইয়ে থাকা রংপুর কক্সবাজার স্টেডিয়ামে ঢাকা মহানগরের বিপক্ষে জয় থেকে অনেকটা দূরে। তাতেই মূলত নিশ্চিত হয়ে গেছে সিলেটের শিরোপা।

রংপুর এই ম্যাচে ঢাকা মহানগরকে হারালেই শুধু আরও একটি ম্যাচ অপেক্ষা করতে হতো সিলেটকে। কিন্তু ওই ম্যাচে রংপুরের জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে। তাতেই এক ম্যাচ বাকি থাকতে সিলেটের শিরোপা উল্লাস।

ক্রিকেট

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির […]

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ১২:১৬

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খেলা

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শনিবার গলাচিপা সরকারি কলেজ মাঠে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুল এর সভাপতিত্বে এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির […]

প্রতিনিধি ডেস্ক

০৬ এপ্রিল ২০২৫, ১৭:০০

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ এপ্রিল শনিবার গলাচিপা সরকারি কলেজ মাঠে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুল এর সভাপতিত্বে এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির উল্লাহ্ হাবিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. হাবিবুর রহমান হিরু, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাঈদ, গলাচিপা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান সবুজ, খন্দকার মশিউর রহমান শাহিন, ভিপি শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্ ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম. দূর্জয় রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক এইচ এম এমদাদুল ও সদস্য সচিব অনিক বিশ্বাস প্রমুখ।

খেলা

গলাচিপায় বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর উদ্বোধন

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মৃতি কর্তৃক আয়োজিত “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৫। ২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ” দৈনিক সকাল ” এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (মাষ্টার) […]

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ২৩:৩৭

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মৃতি কর্তৃক আয়োজিত “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৫

২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ” দৈনিক সকাল ” এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (মাষ্টার) এর সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব মো. সাইদুজ্জামান সোহেল তালুকদার এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাসির উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা, মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসা’র সুপার (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন, গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্, স্থানীয় সমাজসেবক মো. শাহ আলী তালুকদার, মো. আব্বাস উদ্দিন (মাষ্টার), মো. আনিসুর রহমান (মাষ্টার), মৎস্যজীবি দল নেতা মো. মামুন মোল্লা প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও যুবকবৃন্দ।

টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় বোয়ালিয়া খেয়াঘাট আপন ক্লাব ও পানপট্টি লঞ্চঘাট নাইন স্টার মুখোমুখি হয়।