এএফসি এশিয়ান বাছাইপর্বে আজ মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশের প্রথম হোম ম্যাচ উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে উত্তেজনার চূড়ান্ত রূপ দেখা গেছে। প্রতিপক্ষ সিঙ্গাপুর, খেলা শুরু সন্ধ্যা ৭টায়। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামের বাইরে এবং ভেতরে ভিড় জমে ফুটবলপ্রেমীদের। হাজারো দর্শকের সরব উপস্থিতি প্রমাণ করে দেশের ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা ও প্রত্যাশার মাত্রা।
পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের চারপাশজুড়ে দর্শকদের দীর্ঘ সারি চোখে পড়ে দুপুর থেকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ২টা থেকে গেট খোলা হয় এবং বিকেল ৫টা পর্যন্ত সাধারণ দর্শকদের প্রবেশের সুযোগ রাখা হয়।
তবে মাঠে প্রবেশের পরই শুরু হয় দর্শকদের ভোগান্তি। স্টেডিয়ামের ভেতরে খাবার-পানির অভাব, অতিরিক্ত দাম এবং তাপপ্রবাহে অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। একজন দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই লিটারের পানির বোতল ৬০০ টাকা বলেছে। এত দাম কিভাবে সম্ভব?” অন্য একজন জানান, খাবার ও পানির বোতল নিয়েও ঢুকতে দেয়া হয়নি। তিনি বলেন, “আগেই ঢুকেছি, এখন ক্ষুধা-তৃষ্ণায় কষ্ট পাচ্ছি, দামও নাগালের বাইরে।”
ভুটান ম্যাচের অভিজ্ঞতা মাথায় রেখে এবার অনেকেই আগেভাগেই মাঠে হাজির হয়েছেন। পল্লবী থেকে আসা শাহেদ জানান, “ভুটান ম্যাচে টিকিট থাকার পরও ঢুকতে পারিনি। এবার তাই আগেভাগেই চলে এসেছি।”
আজকের ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে অধিনায়ক জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সমিতের নেতৃত্বে। মাঠের লড়াইয়ের আগে থেকেই ফুটবলপাড়ায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে, যার প্রতিফলন স্পষ্ট জাতীয় স্টেডিয়ামে। তবে আয়োজকদের অব্যবস্থাপনা দর্শকদের আনন্দের মাঝে ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।