সোমবার, ১৬ জুন ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো পিএসজি

ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলো পিএসজি। স্বপ্ন হয়ে গেল সত্যি। আগে যা কখনো হয়নি, তাই হলো এবার। আরাধ্য চ্যাম্পিয়নস ট্রফিতে চুমু আঁকলো ফরাসি ক্লাবটি। রেকর্ড বুক অদলবদল করেই মেতে উঠলো বাঁধভাঙা উল্লাসে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গতরাতে (শনিবার) ইন্টার মিলানকে নাকানিচুবানি খাইয়ে শিরোপা ঘরে তুলে পিএসজি। জয় তুলে নেয় ৫-০ গোলে। ইউরো সেরার এই মঞ্চে […]

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো পিএসজি

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো পিএসজি

নিউজ ডেস্ক

০১ জুন ২০২৫, ১০:২০

ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলো পিএসজি। স্বপ্ন হয়ে গেল সত্যি। আগে যা কখনো হয়নি, তাই হলো এবার। আরাধ্য চ্যাম্পিয়নস ট্রফিতে চুমু আঁকলো ফরাসি ক্লাবটি। রেকর্ড বুক অদলবদল করেই মেতে উঠলো বাঁধভাঙা উল্লাসে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গতরাতে (শনিবার) ইন্টার মিলানকে নাকানিচুবানি খাইয়ে শিরোপা ঘরে তুলে পিএসজি। জয় তুলে নেয় ৫-০ গোলে। ইউরো সেরার এই মঞ্চে এর আগে এতো বড় জয় আর কখনো দেখেনি!

শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসতে কিনা করেছিল পিএসজি। বিখ্যাত সব ফুটবলারদের ভিড়িয়েছিল ডেরায়। ইব্রাহিমোভিচ থেকে সুয়ারেজ, নেইমার, ডি মারিয়া, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে; কে না খেলে গেছেন!

টাকার পাহাড় দাঁড় করিয়ে, কাঁড়ি কাঁড়ি খরচ করেও তবে আসেনি সেই আরাধ্য শিরোপা। ২০২০ সালে যদিও খুব কাছে পৌঁছে গিয়েছিল, তবে সেবারবায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় দলটা।

তবে এবার ক্লাবটি ছিল ভিন্ন ধাতুতে গড়া। খুব বড় নাম নেই, নেই তারার মেলা। কিন্তু লুইস এনরিকে নামের এক জাদুকর টানছেন দলটা। আর তাতেই ধরা দিলো স্বপ্নের সেই আকাঙ্ক্ষিত ট্রফিটা। আর ইউরোপ পেল নতুন রাজা।

এই জয়ে শিরোপার ষোলকলা পূর্ণ করলো পিএসজি। চলতি মৌসুমে ঘরোয়া লিগের ট্রেবল আগেই জিতেছে ফরাসি জায়ান্টরা। এবার পেল ইউরোপ সেরার স্বাদও। নবম ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়ল প্যারিসের ক্লাবটি।
যা পিএসজি কোচ লুইস এনরিকের এটি দ্বিতীয় ট্রেবল। ২০১৫ সালে তার অধীনেই শেষবার চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জেতে বার্সেলোনা। পেপ গার্দিওলার পর দ্বিতীয় কোচ হিসেবে দু’বার ট্রেবল জয়ের কীর্তি গড়লেন তিনি।

অন্য দিকে সিমনে ইনজাগির অধীনে শেষ তিন মৌসুমে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে হারের মুখ দেখতে হলো নেরাজ্জুরিদের। এক মৌসুম আগে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হাতছাড়া করেছিল ইন্টার মিলান।

গতরাতে অবশ্য তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি মিলান। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে যেখানে পিএসজি গোলের জন্য ২৩ শট নিয়ে লক্ষ্যে রেখেছে আটটি, বিপরীতে ইন্টারের মাত্র আট শটের দু’টি ছিল লক্ষ্যে!

মাত্র ১২ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। ভিতিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে ডিজায়ের দুয়ে এগিয়ে দেন আশরাফ হাকিমির দিকে। ভুল করেননি হাকিমি, বল জড়ান জালে। নিজে চলে যায় সেজদায়।

২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে দিয়ে, তড়িৎ পালটা আক্রমণে ওঠে তারা। এবার গোল করেন দুয়ে নিজেই। দুর্দান্ত গোলে ব্যবধান ২-০ রেখে স্বস্তি নিয়েই যায় বিরতিতে।

বিরতির পরও একইরকম দাপুটে শুরু করে পিএসজি। এই অর্ধের প্রথম সাত মিনিটে আরো তিনটি শট নেয় তারা, যদিও তা লক্ষ্যে ছিল না। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬৩ মিনিটে দুয়ে দলের তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি তুলে নেন।

জোড়া গোল ও অ্যাসিস্টে রেকর্ডবুকে নাম তুলেন ১৯ বছর ৩৬২ দিন বয়সী এই তারকা। তারচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই কীর্তি নেই আর কারো। এই গোলের পর তাকে মাঠ থেকে তুলে নেন এনরিকে।

এরপর কেবল ম্যাচের শুধু আনুষ্ঠানিকতাই বাকি ছিল। তবুও থামেনি পিএসজির গোল উল্লাস। ৭৩ মিনিটে খিচা কাভারেস্কাইয়া ও ৮৬ মিনিটে মাইয়ুলুর গোল করে শেষ টানেন ম্যাচের।

১৯৬১-৬২ মৌসুমে বেনফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের (৫-৩) পর এই প্রথম কোনো দল ফাইনালে ৫ গোল হজম করল। রেকর্ড গড়েই শিরোপায় চুমু আঁকলো ফরাসি দলটা।

ক্রিকেট

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির […]

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ১২:১৬

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খেলা

গলাচিপায় বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর উদ্বোধন

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মৃতি কর্তৃক আয়োজিত “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৫। ২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ” দৈনিক সকাল ” এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (মাষ্টার) […]

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ২৩:৩৭

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মৃতি কর্তৃক আয়োজিত “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৫

২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ” দৈনিক সকাল ” এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (মাষ্টার) এর সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব মো. সাইদুজ্জামান সোহেল তালুকদার এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাসির উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা, মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসা’র সুপার (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন, গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্, স্থানীয় সমাজসেবক মো. শাহ আলী তালুকদার, মো. আব্বাস উদ্দিন (মাষ্টার), মো. আনিসুর রহমান (মাষ্টার), মৎস্যজীবি দল নেতা মো. মামুন মোল্লা প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও যুবকবৃন্দ।

টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় বোয়ালিয়া খেয়াঘাট আপন ক্লাব ও পানপট্টি লঞ্চঘাট নাইন স্টার মুখোমুখি হয়।

খেলা

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শনিবার গলাচিপা সরকারি কলেজ মাঠে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুল এর সভাপতিত্বে এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির […]

প্রতিনিধি ডেস্ক

০৬ এপ্রিল ২০২৫, ১৭:০০

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ এপ্রিল শনিবার গলাচিপা সরকারি কলেজ মাঠে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুল এর সভাপতিত্বে এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির উল্লাহ্ হাবিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. হাবিবুর রহমান হিরু, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাঈদ, গলাচিপা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান সবুজ, খন্দকার মশিউর রহমান শাহিন, ভিপি শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্ ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম. দূর্জয় রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক এইচ এম এমদাদুল ও সদস্য সচিব অনিক বিশ্বাস প্রমুখ।