বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

খেলা

ফেসবুকে রোজ একটা করে স্ট্যাটাস দেব, সাকিব ইস্যুতে শান্ত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২০ অক্টোবর ২০২৪, ১৬:৪২

ফেসবুকে রোজ একটা করে স্ট্যাটাস দেব, সাকিব ইস্যুতে শান্ত

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্র-জনতার পাশে দাঁড়াননি সাকিব আল হাসান। যার জন্য সাকিবের ওপর ব্যাপক ক্ষোভ ক্রিকেট প্রেমীদের। সেই ক্ষোভের শিকার হয়ে শেষ পর্যন্ত ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলাই হলো না সাকিবের।

এমন অবস্থায় মিরপুর টেস্টের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক জানালেন, রোজ ফেসবুকে একটা করে স্ট্যাটাস দেবেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন না দিলেও পরবর্তীতে পোস্ট দিয়ে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন সাকিব। সেই সঙ্গে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আকুতি জানান। যদিও শেষ পর্যন্ত বিক্ষুব্ধ জনতার কারণে নিরাপত্তার কারণে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

ফলে দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। যা নিয়ে আক্ষেপ আছে বাংলাদেশ অধিনায়কের। যা নিয়ে তিনি বলেন, ‘এটা আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।

দেশে সাকিবের নামে হত্যা মামলা হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন তার সতীর্থদের অনেকেই। তবে বর্তমানে সাকিব দেশে ফিরতে না পারলেও সে বিষয় নিয়ে কেউ কোনো দুঃখ প্রকাশ করেননি বা সাকিবকে সমর্থন দেননি।

এমনটার কারণ জানতে চাওয়া হলে অধিনায়ক শান্ত বলেন, ‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছেন না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।

এ সম্পর্কিত আরো খবর