ভূতাইল স্পোর্টিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪-২৫-এর ফাইনাল খেলা গতকাল অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর এক জমকালো আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূতাইল দারুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার চেচড়া ব্যাডমিন্টন ফাইটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন আনু (মেম্বার), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপ-সচিব ও জোনাল সেটেলমেন্ট অফিসার, ভূমি মন্ত্রণালয়।
প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নাটোর জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ নূরুল কবির ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সাকিব হাসান খাঁন এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মাহফুজুল রহমান। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন ১নং শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ বশির।
টুর্নামেন্টের আয়োজক কমিটিতে ছিলেন বাহরাইন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাজ্জাদ হোসেন, নিউজিল্যান্ড প্রবাসী মোঃ মনির হোসেন এবং দুবাই প্রবাসী ব্যবসায়ী মোঃ সোহেল মুন্সি। টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে ছিলেন এস.এম গোলাম রসুল, রিফাত ইবনে বাশার এবং রাসেল রানা।
ফাইনাল ম্যাচটি দর্শকদের জন্য ছিল অত্যন্ত উপভোগ্য। চ্যাম্পিয়ন দল ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব তাদের অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করে নেয়। আয়োজকদের প্রচেষ্টায় এই টুর্নামেন্টটি ক্রীড়াপ্রেমীদের জন্য একটি স্মরণীয় আয়োজন হয়ে উঠেছে।