ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বিপিএলে দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদ। ২০২৪ সালে ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স করে বর্ষসেরা এ একাদশে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই টাইগার পেসার। তাসকিন আহমেদ একমাত্র ক্রিকেটার যিনি এ দলে জায়গা পেয়েছেন। গত বর্ষপঞ্জিতে লাল-সবুজ জার্সিতে এই তারকা বল হাতে দারুণ ছন্দে ছিলেন এবং সাত ম্যাচে ৫.৩ ইকোনমিতে শিকার করেন ১৪ উইকেট।
২০২৪ খ্রিষ্টাব্দে ওয়ানডে ম্যাচের সংখ্যা ছিল খুবই কম। তবে শ্রীলঙ্কা খেলেছে ১৮টি ওয়ানডে, ভারত-নিউজিল্যান্ড দল খেলেছে ৩ টি করে ওয়ানডে। তাই উইজডেনের ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ তিনজন শ্রীলঙ্কার ক্রিকেটার স্থান পেলেও ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার তালিকায় স্থান পায়নি।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ভানিডু হাসরাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, আল্লাহ গাজানফর ও তাসকিন আহমেদ।