সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
গত বছর নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি আম্পায়ারিং করে সাফল্য অর্জন করা সাথিরা জাকির জেসি এবার নতুন মিশনে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আম্পায়ারের ভূমিকায় থাকলেও তার স্বপ্ন ছিল বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করার। এবার তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি ২০ সদস্যের ম্যাচ অফিসিয়াল তালিকা ঘোষণা করেছে, যেখানে বাংলাদেশের সাথিরা জাকির জেসি অন্যতম আম্পায়ার হিসেবে রয়েছেন।
এর আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের সুযোগ থাকলেও রাজনৈতিক পরিবর্তনের কারণে বিশ্বকাপটি বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে এবার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হতে চলেছে তার। উল্লেখ সাথিরা জাকির জেসি’র বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়।