মোঃ জিয়াউর রহমান ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের পাড়েরহাটে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট পাড়েরহাট প্রিমিয়ার লীগ (পিপিএল)-এর পঞ্চম আসর শুরু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিজন-৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মল্লিক নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খান। ইন্দুরকানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আশীষ চক্রবর্তী, পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট কবির হোসেন, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম হাওলাদার, এবং ইউপি সদস্য মাওলানা আবুল কালাম ফরাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবারের পিপিএলে অংশ নিচ্ছে মোট ৮টি দল। সিজন-৫-এ প্রতিটি দলেই রয়েছে স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দক্ষ খেলোয়াড়। উদ্বোধনী ম্যাচে এলিট চ্যালেঞ্জার্স বনাম পাড়েরহাট বয়েজ এলিভেন মুখোমুখি হয়। খেলা দেখতে পুরো মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ, যা টুর্নামেন্টের প্রতি দর্শকদের গভীর আগ্রহ প্রকাশ করে। পিপিএল সিজন-৫ ঘিরে পুরো পাড়েরহাটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।