রবিবার, ২২ জুন ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

বাংলাদেশের উন্নতিতে ‘খুবই খুশি’ শাহিদ আফ্রিদি

বাংলাদেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বেড়ে ওঠার জন্য ভালো একাডেমি গড়ে তোলার পরামর্শ দিলেন এবারের বিপিএলে চিটাগং কিংসের মেন্টর সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার। পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট জয়ের কৃতিত্ব তো আছেই। গত কয়েক মাসে স্মরণীয় কয়েকটি সাফল্যের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তাদের সাম্প্রতিক এসব সাফল্য নজর […]

নিউজ ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:১১

বাংলাদেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বেড়ে ওঠার জন্য ভালো একাডেমি গড়ে তোলার পরামর্শ দিলেন এবারের বিপিএলে চিটাগং কিংসের মেন্টর সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার।

পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট জয়ের কৃতিত্ব তো আছেই। গত কয়েক মাসে স্মরণীয় কয়েকটি সাফল্যের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তাদের সাম্প্রতিক এসব সাফল্য নজর কেড়েছে শাহিদ আফ্রিদি। বিপিএলে চিটাগং কিংসের মেন্টর ও শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়ে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের প্রশংসা করলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।

বাংলাদেশের সঙ্গে তার সংযোগ বেশ পুরোনো। ১৯৯৮ সালে শুরু। এরপর ক্রিকেটার হিসেবে বাংলাদেশে অনেকবার এসেছেন আফ্রিদি। এই দেশকে তিনি ‘দ্বিতীয় বাড়ি’ মনে করেন, এই কথা নানা সময়েই বলেছেন তিনি। সেই চেনা আঙিনায় এবার বদলেছে তার পরিচয়। তবে বদলায়নি আফ্রিদির অভিজ্ঞতা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বিপিএলের ম্যাচ চলার সময় টিভি সাক্ষাৎকারে বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন আফ্রিদি।

“আমি সবসময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সবসময়ই দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে অনেক উৎসাহী। বাংলাদেশে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তান ও ভিন্ন কয়েকটি ফ্র‍্যাঞ্চাইজির হয়ে বিপিএলে আমার দারুণ স্মৃতি আছে। সবমিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনও উপভোগ করছি।”

১৯৯৮ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তানের হয়ে অন্তত ১৩ বার বাংলাদেশ সফর করেছেন আফ্রিদি। এছাড়া ২০১৯ পর্যন্ত ভিন্ন পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বিপিএলের ৬ আসরে।

ক্যারিয়ারজুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বার্তাবাহক ছিলেন আফ্রিদি। তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে বিপিএলের এবারের আসরে তাকে দলের সঙ্গে যুক্ত করেছে চিটাগং কিংস।

মঙ্গলবার দলের প্রথম ম্যাচ মাঠে বসেই দেখেছেন আফ্রিদি। শামীম হোসেনের লড়াই ছাড়া বাকিদের বাজে ব্যাটিং-বোলিংয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে কোনো আশাই জাগাতে পারেনি কিংস।

আগে ব্যাট করে ২০৩ রানের সংগ্রহ পায় খুলনা। বিপরীতে কিংস থামে ১৬৬ রানে। কিংসের ব্যাটিংয়ে সপ্তম ওভারের সময় যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন আফ্রিদি, ততক্ষণে ড্রেসিং রুমে ফিরে গেছেন ছয় ব্যাটসম্যান।

ব্যাটিং ব্যর্থতা নিয়ে কিছু না বললেও বোলারদের ঘাটতির দিকটি তুলে ধরেন আফ্রিদি।

“(মেন্টরের কাজ) খুবই সহজ। শুধু সমর্থন ও অনুপ্রেরণা দেওয়া। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ আমাদের। কিন্তু সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয়, দলটা খুব ভারসাম্যপূর্ণ।”

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সাফল্য ও উন্নতির প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। এই দেশের প্রতিভাবান ক্রিকেটারদের জন্য ভালো একাডেমি গড়ার পরামর্শ দেন আফ্রিদি।

“(বাংলাদেশের উন্নতিতে) আমি খুবই খুশি। কারণ তারা ভুগছিল। বিপিএলের মাধ্যমে অনেক দিন ধরে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানের বিপক্ষেও খুব ভালো খেলেছে, সিরিজ জিতেছে।”

“আমি মনে করি, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তাদের জন্য ভালো প্রতিষ্ঠান, যেমন কিছু একাডেমি দরকার, যেখানে ক্রিকেটাররা বেড়ে উঠতে পারবে।”

ক্রিকেট

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির […]

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ১২:১৬

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খেলা

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শনিবার গলাচিপা সরকারি কলেজ মাঠে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুল এর সভাপতিত্বে এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির […]

প্রতিনিধি ডেস্ক

০৬ এপ্রিল ২০২৫, ১৭:০০

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ এপ্রিল শনিবার গলাচিপা সরকারি কলেজ মাঠে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুল এর সভাপতিত্বে এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির উল্লাহ্ হাবিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. হাবিবুর রহমান হিরু, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাঈদ, গলাচিপা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান সবুজ, খন্দকার মশিউর রহমান শাহিন, ভিপি শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্ ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম. দূর্জয় রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক এইচ এম এমদাদুল ও সদস্য সচিব অনিক বিশ্বাস প্রমুখ।

খেলা

গলাচিপায় বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর উদ্বোধন

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মৃতি কর্তৃক আয়োজিত “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৫। ২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ” দৈনিক সকাল ” এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (মাষ্টার) […]

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ২৩:৩৭

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মৃতি কর্তৃক আয়োজিত “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৫

২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ” দৈনিক সকাল ” এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (মাষ্টার) এর সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব মো. সাইদুজ্জামান সোহেল তালুকদার এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাসির উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা, মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসা’র সুপার (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন, গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্, স্থানীয় সমাজসেবক মো. শাহ আলী তালুকদার, মো. আব্বাস উদ্দিন (মাষ্টার), মো. আনিসুর রহমান (মাষ্টার), মৎস্যজীবি দল নেতা মো. মামুন মোল্লা প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও যুবকবৃন্দ।

টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় বোয়ালিয়া খেয়াঘাট আপন ক্লাব ও পানপট্টি লঞ্চঘাট নাইন স্টার মুখোমুখি হয়।