আজকের দিনটি ভুলে যেতে চাইবে ভারত। রোববার (৮ ডিসেম্বর) একই দিনে হেরেছে ভারতের আলাদা তিনটি ক্রিকেট দল!দিনের শুরুটা অ্যাডিলেডে।
রোহিত-কোহলিদের ভারতকে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ভারত হেরেছে ১০ উইকেটে। অসিদের লক্ষ্য দিতে পেরেছিল মোটে ১৯ রানের। একই দিন ব্রিসবেনে আরেকবার ভারতকে হারায় অস্ট্রেলিয়া। এবার শিকার নারী ক্রিকেট দল।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় নারীরা অসি নারীদের কাছে হারে ১২২ রানের বিশাল ব্যবধানে।ভারতের জার্সির রঙ নীল। নীলকে আবার অনেকে বেদনার প্রতীক ভাবে। বেদনার ষোলোকলা পূর্ণ হলো দুবাইয়ে। তাসমান সাগর থেকে মরুর তপ্ত বালি—ভাগ্য ফেরেনি।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও ভারতীয় ক্রিকেট দল মাঠ ছেড়েছে মাথা নিচু করে। ব্যাটে-বলে দুরন্ত পারফর্মের প্রদর্শনী দেখিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতকে হারিয়েছে ৫৯ রানে।