মোঃ জয়নাল আবেদিন জয়, (বিভাগীয় ব্যুরো চিফ,রাজশাহী):
মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে, রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে আম্তঃকলেজের বিতর্ক প্রতিযোগিতা, ভলিবল (অধিনায়ক সাদিকের দল ) ও শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধনী ঘোষণা করেন আদমদীঘি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (উইএনও) রুমানা আফরোজ। উদ্বোধনী অনুষ্ঠানে আমদদীঘি উপজেলার অন্যান্য কর্মকর্তা সহ অন্তঃকলেজের অধ্যক্ষগণ ও শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। সেখানে শত শত মানুষের ঢল নামে ও উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।
উপজেলার অধীনস্থ ৮ টি কলেজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কলেজ সমূহ- রহিম উদ্দীন ডিগ্রী কলেজ, আহসানুল হক কলেজ, সান্তাহার মহিলা কলেজ, সান্তাহার টেকনিক্যাল কলেজ, নসরতপুর ডিগ্রী কলেজ, হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ, জালাল উদ্দীন আহম্মেদ কলেজ ও আমদদীঘি আধুনিক কারিগরি কলেজ।
শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আদমদীঘি আধুনিক কারিগরি কলেজ কে পরাজিত করে সান্তাহার টেকনিক্যাল কলেজ জয় লাভ করে।