বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

রাতের আঁধারে বাসার দরজায় আগুন ,“আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না,আমার কণ্ঠস্বর থামবে না : পিনাকী

চট্টগ্রামের বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য-র বাড়িতে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। ঘটনাস্থল থেকে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার বগুড়ার বাসার সামনের দরজায় দুইজন মুখোশধারী এসে আগুন […]

রাতের আঁধারে বাসার দরজায় আগুন ,“আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না,আমার কণ্ঠস্বর থামবে না : পিনাকী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ নভেম্বর ২০২৫, ২১:১৪

চট্টগ্রামের বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য-র বাড়িতে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। ঘটনাস্থল থেকে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার বগুড়ার বাসার সামনের দরজায় দুইজন মুখোশধারী এসে আগুন লাগিয়ে দিয়ে গেছে। আমার বাড়িতে বৃদ্ধা মা থাকেন। এমন দুঃসাহস কেবল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।” তিনি আরও দাবি করেছেন, এটিকে “রাজনীতির অংশ” বলে অভিহিত করেছেন এবং স্থানীয় মানুষ ও পুলিশকে সহায়তার আহ্বান জানিয়েছেন।

পুলিশ সুপার জেদান আল মুসা জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে; তদন্ত চলমান রয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা-হুমকির প্রেক্ষাপটে অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ নাগরিক হিসেবে একটি বাড়িতে এভাবে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা রাজনৈতিক হয়রানির মাত্রা তুলে ধরতে পারে।

সংক্ষেপে বলা যায়, পিনাকী ভট্টাচার্য-র বাড়িতে আগুন লাগানোর এই চেষ্টা শুধু এক ব্যক্তির বিরুদ্ধে না, বরং রাজনৈতিক পরিবেশে নিরাপত্তাহীনতার সংকেত দিচ্ছে। তদন্তে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রাজনৈতিক বিশ্লেষণ ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সোশ্যাল মিডিয়া

১৫ আগস্ট শ্রদ্ধার আড়ালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র : জুলকারনাইন সায়ের

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের অভিযোগ করেছেন, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর আড়ালে একটি ভয়াবহ ষড়যন্ত্র লুকিয়ে ছিল। রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, এটি ছিল একটি “ওয়েল কো-অর্ডিনেটেড ক্যাম্পেইন”। জুলকারনাইনের মতে, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সেলিব্রেটিদের মাধ্যমে শেখ মুজিবকে গ্লোরিফাই করা […]

নিউজ ডেস্ক

১৭ আগস্ট ২০২৫, ২১:৩৭

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের অভিযোগ করেছেন, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর আড়ালে একটি ভয়াবহ ষড়যন্ত্র লুকিয়ে ছিল।

রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, এটি ছিল একটি “ওয়েল কো-অর্ডিনেটেড ক্যাম্পেইন”।

জুলকারনাইনের মতে, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সেলিব্রেটিদের মাধ্যমে শেখ মুজিবকে গ্লোরিফাই করা হলেও এতে সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়েছে মুজিব আমলের দুঃশাসন, রক্ষীবাহিনীর হত্যাযজ্ঞ, ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ ও রাজনৈতিক দমন-পীড়নের ইতিহাস।

তার অভিযোগ, আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। বিশেষ করে এমন সেলিব্রেটিদের দিয়ে পোস্ট করানো হয়, যাদের প্রকাশ্যে আওয়ামী লীগপন্থি ভাবা যায় না। উদ্দেশ্য ছিল— সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং অন্য শিল্পীদেরও একই ধারায় পোস্ট দিতে বাধ্য করা।

তিনি আরও বলেন, ১৫ আগস্টের শোক প্রকাশকে ব্যবহার করে আওয়ামী লীগ তাদের গত ১৬ বছরের অপকর্ম ঢেকে রাখতে চেয়েছে। এ সময় তিনি রক্ষীবাহিনীর নৃশংসতা, দুর্নীতি, একদলীয় শাসন ও দুর্ভিক্ষে লাখো মানুষের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরেন। তার মতে, এসব ঘটনা ১৯৭৫ সালের জনরোষের মূল কারণ ছিল।

জুলকারনাইন সতর্ক করে বলেন, এটি কেবল একটি স্মরণ নয়, বরং রাজনৈতিক পুনর্বাসনের ষড়যন্ত্র। তিনি দাবি করেন, এভাবে আওয়ামী লীগ আবারও জনমনে বিভ্রান্তি তৈরি করতে চাইছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালাচ্ছে। তাই তিনি দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়া

শারীরিক অবস্থার অবনতি,আইসিইউতে শুয়ে ভক্তদের কাছে নিজের জন্য দোয়া চাইলেন পিনাকী

জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে প্যারিসের একটি হাসপাতালে নেয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে। বৃহস্পতিবার বিকেলে পিনাকী ভট্টাচার্যের ভেরিফাইয়েড পেইজে এক পোস্টে এই তথ্য দিয়ে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। পোস্টে বলা হয়, পিনাকী ভট্টাচার্য কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছেন। আজকে পরিস্থিতি কিঞ্চিৎ অবনতি হওয়ায় বৃহত্তর প্যারিসের একটি হাসপাতালে আনা হয়েছে। ডাক্তারেরা আশংকা […]

নিউজ ডেস্ক

১৪ আগস্ট ২০২৫, ১৮:৫০

জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে প্যারিসের একটি হাসপাতালে নেয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে। বৃহস্পতিবার বিকেলে পিনাকী ভট্টাচার্যের ভেরিফাইয়েড পেইজে এক পোস্টে এই তথ্য দিয়ে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, পিনাকী ভট্টাচার্য কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছেন। আজকে পরিস্থিতি কিঞ্চিৎ অবনতি হওয়ায় বৃহত্তর প্যারিসের একটি হাসপাতালে আনা হয়েছে। ডাক্তারেরা আশংকা করছে উনি আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন সম্ভবত সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

সোশ্যাল মিডিয়া

তোমরা তিনজনেই যোগ্য প্রার্থী ছিলে,তোমরা হারো নাই, হেরেছে তোমাদের ন্যারেটিভ : পিনাকী

ছাত্রদলের এই পরাজয়ে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। এক ফেসবুক পোস্টে ছাত্রদলের তিন শীর্ষ প্রার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে লেখেন, আবিদ, হামিম ও মায়েদ তোমাদের তিনজনের প্রতি আমার শুভকামনা আর দোয়া রইলো। তোমরা তিনজনেই যোগ্য প্রার্থী ছিলে। তোমরা হারো নাই, হেরেছে তোমাদের ন্যারেটিভ। ভুল ন্যারেটিভ নিয়ে ছাত্র ছাত্রীদের কাছে যাওয়ার জন্যই এমন ভরাডুবি।রাজনীতিতে দলের চাইতে […]

তোমরা তিনজনেই যোগ্য প্রার্থী ছিলে,তোমরা হারো নাই, হেরেছে তোমাদের ন্যারেটিভ : পিনাকী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫

ছাত্রদলের এই পরাজয়ে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

এক ফেসবুক পোস্টে ছাত্রদলের তিন শীর্ষ প্রার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে লেখেন,

আবিদ, হামিম ও মায়েদ তোমাদের তিনজনের প্রতি আমার শুভকামনা আর দোয়া রইলো। তোমরা তিনজনেই যোগ্য প্রার্থী ছিলে। তোমরা হারো নাই, হেরেছে তোমাদের ন্যারেটিভ। ভুল ন্যারেটিভ নিয়ে ছাত্র ছাত্রীদের কাছে যাওয়ার জন্যই এমন ভরাডুবি।রাজনীতিতে দলের চাইতে বেশী প্রয়োজন ন্যারেটিভ তৈরির ক্ষমতা।

শেষ পর্যন্ত যারা শক্তিশালী ন্যারেটিভ তৈরি করতে পারে তারাই বিজয়ী হয়।ডাকসু নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে কথা বলে নিজেদের আশা করি আরো দুর্বল করবে না। ভোট দিয়েছে ছাত্র ছাত্রীরাই। কাকে তারা ভোট দিয়েছে তারা জানে।

তোমরা আসলে হারো নাই। জিতছো। তোমরা মুক্তিযুদ্ধের চেতনার ভোট টানতে চাইছো। পারছো তো। জগন্নাথ হলে জিতছো। এইটাই তো চাইছিলা।নিজের দলের অপদার্থ স্ট্রাটেজিস্টদের বিরুদ্ধে দাড়াও। যারা সম্ভাবনার মৃত্যু ঘটায় ইন্ডিয়ার পানি পড়া খাইয়া। তোমাদের দল যতোবার রাজাকার বলে চিক্কুর মারবে ততোবার তোমাদের এইভাবে ব্যালটে রায় দেয়া হবে।

বাংলাদেশের অন্তরকে দেখতে শিখো। ওইখান থেকেই রাজনৈতিক ক্ষমতা উৎসরিত হয়।
তোমাদের প্রতি আমার শুভকামনা, ভালোবাসা থাকবে। তোমাদের ভবিষ্যৎ সুন্দর, মঙ্গলময় আর কল্যানের হোক।

ইনকিলাব জিন্দাবাদ।