চট্টগ্রামের বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য-র বাড়িতে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। ঘটনাস্থল থেকে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার বগুড়ার বাসার সামনের দরজায় দুইজন মুখোশধারী এসে আগুন লাগিয়ে দিয়ে গেছে। আমার বাড়িতে বৃদ্ধা মা থাকেন। এমন দুঃসাহস কেবল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।” তিনি আরও দাবি করেছেন, এটিকে “রাজনীতির অংশ” বলে অভিহিত করেছেন এবং স্থানীয় মানুষ ও পুলিশকে সহায়তার আহ্বান জানিয়েছেন।
পুলিশ সুপার জেদান আল মুসা জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে; তদন্ত চলমান রয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা-হুমকির প্রেক্ষাপটে অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ নাগরিক হিসেবে একটি বাড়িতে এভাবে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা রাজনৈতিক হয়রানির মাত্রা তুলে ধরতে পারে।
সংক্ষেপে বলা যায়, পিনাকী ভট্টাচার্য-র বাড়িতে আগুন লাগানোর এই চেষ্টা শুধু এক ব্যক্তির বিরুদ্ধে না, বরং রাজনৈতিক পরিবেশে নিরাপত্তাহীনতার সংকেত দিচ্ছে। তদন্তে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রাজনৈতিক বিশ্লেষণ ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।