প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছেন, সরকার আওয়ামী লীগের বিষয়ে “নমনীয়” হতে শুরু করেছে। তবে তাঁর বক্তব্যে আওয়ামী লীগের প্রতি কোনো “মানবতা” দেখানোর আহ্বান নেই।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ কখনই মানুষ হতে পারে না। ওদের সঙ্গে মানবতা দেখায়ে লাভ নাই।”
ইলিয়াস হোসাইন বলেন, সম্প্রতি নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজকে ঘিরে ঘটনার সময় “পেটানো ছাড়া সবই করেছে” আওয়ামী লীগ–সমর্থিত ব্যক্তিরা এবং “দীর্ঘসময় হলের ভেতরে আটকে রাখা হয়” বলে তাঁর অভিযোগ।
কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “এদের ছবি দেখে দেখে ব্যবস্থা নেবেন কিনা—সিদ্ধান্ত আপনাদের।”
তিনি আরো বলেন, “আপনাদের শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে ইচ্ছা হয় বলি—আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় আসুক; তারপরে বুঝবেন, আওয়ামী লীগ আপনাদের কত ‘আদর’ করে।” তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে “সৌজন্য” বা “মানবতা” দেখানোর কৌশল ফলপ্রসূ হবে না।
সরকার সম্পর্কে মত দিয়ে ইলিয়াস দাবি করেন, “নমনীয়তা” দেখানোর আড়ালে ক্ষমতাসীনদের উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে তিনি কোনো নির্দিষ্ট নীতিগত পরিবর্তন, সরকারি বিবৃতি বা দলীয় অবস্থান তুলে ধরেননি। তাঁর বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি তীব্র সমালোচনা থাকলেও কোনো নির্দিষ্ট ঘটনার বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ তিনি প্রকাশ্যে দেখাননি।
এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ইলিয়াস হোসাইনের অভিযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, নিউইয়র্কের ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের মন্তব্যও মেলেনি।