ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিছিল করা কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার বর্তমানে তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাকে নিয়ে কলকাতার রাজারহাট নিউটাউনে লুকিয়ে আছেন বলে দাবি করেছেন পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামের এক তরুণী।
শনিবার (২৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন—“বাংলাদেশ সচিবালয় থেকেই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছিল। অথচ যিনি আওয়ামী লীগের খেয়ে পরে মোদির সরকারের বিরুদ্ধে মিছিল করেছিলেন, তিনি কেন আজ ভারতের মাটিতে আশ্রয় নেবেন?”
তিনি আরও প্রশ্ন তোলেন, বাংলাদেশ থেকে যখন হিন্দু সম্প্রদায়ের অনেকেই জীবন বাঁচাতে ভারতে যেতে চাইছে, তখন কেন তাদের ভিসা পেতে সমস্যায় পড়তে হচ্ছে। অথচ রাজনৈতিক নেতারা নির্বিঘ্নে ভারতে অবস্থান করছেন।
পূর্ণিমা রানীর পোস্টে ২০২১ সালের দুর্গাপূজা চলাকালীন সময়ের ঘটনাও উঠে আসে। তিনি দাবি করেন, “তৎকালীন সময়ে কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন রেখে হামলার পরিবেশ সৃষ্টি করেছিলেন বাহাউদ্দীন বাহার। এরপর সারাদেশে পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটে। আজ সেই ব্যক্তি নিজেই মেয়েকে নিয়ে কলকাতায় লুকিয়ে আছেন।”
তিনি ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন—এই ধরনের বাংলাদেশি রাজনীতিককে কোনোভাবে সাপোর্ট করা কি ভারতের জন্য যুক্তিসঙ্গত? তার ভাষায়, “অবিলম্বে আইনের আওতায় আনা হোক। ভারত সরকারকে আমি আবেদন জানাচ্ছি, কেন তাকে আশ্রয় দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতে হবে।”