জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে দেবীদ্বার উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়। একপর্যায়ে তাদের মধ্য থেকে দুজনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় স্থানীয়দের সহায়তায় ওই দুই ব্যক্তির পরিচয় যাচাই করা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত হলে কোনো ধরনের অপরাধমূলক সংশ্লিষ্টতা না পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছেড়ে দেয়। পুরো ঘটনাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এ সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
পুলিশ জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা ঘিরেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখা গেলে তাৎক্ষণিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানায় পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, জননিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে নিয়মিত টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের হুমকি বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে কাজ চলছে।
ঘটনার পর হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা স্বাভাবিকভাবে চলতে থাকে। দলীয় নেতাকর্মীরা জানান, নিরাপত্তা জোরদার থাকায় তারা স্বস্তি বোধ করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনী প্রচারণা চলাকালে নিরাপত্তা সংক্রান্ত যেকোনো বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।