আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াত সংস্কার নয়, কেবল ক্ষমতায় যাওয়ার হিসাব–নিকাশে ব্যস্ত—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রাপথে যে মৌলিক সংস্কারগুলোর প্রয়োজন, তা নিয়ে বড় রাজনৈতিক শক্তিগুলোর কেউই কথা বলছে না।
আখতার হোসেন বলেন, “সামনের নির্বাচনে নিছক ক্ষমতার পরিবর্তনই লক্ষ্য হওয়া উচিত নয়। বরং লক্ষ্য হওয়া উচিত ছিল রাষ্ট্র কাঠামো, প্রশাসন, অর্থনীতি, নির্বাচন ব্যবস্থা ও সামাজিক ন্যায়বিচারে গভীর সংস্কার।” কিন্তু তাঁর ভাষ্যমতে, নির্বাচনকে একটি গণতান্ত্রিক সংস্কারের সুযোগ হিসেবে ব্যবহার না করে বিএনপি ও জামায়াত সেটিকে আবারো ক্ষমতা দখলের শোডাউনে পরিণত করেছে।
নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক বিভিন্ন জরিপ নিয়েও তিনি সমালোচনা করেন। তাঁর মতে, এই জরিপগুলোতে কে ক্ষমতায় আসবে বা আসবে না—এই ধরনের আলোচনার মাধ্যমে জনমানসে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তা আড়াল করা হচ্ছে।
তিনি বলেন, “শুধু ভোটের নিসাব–নিকাশ দিয়ে দেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। রাজনীতি মানে শুধু ক্ষমতার দড়ি–টানাটানি নয়; এর উদ্দেশ্য হওয়া উচিত জনগণের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায্যতার নিশ্চয়তা।”
আখতার হোসেন আরও বলেন, প্রকৃত পরিবর্তন তখনই সম্ভব, যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে বের হয়ে সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের রূপরেখা তুলে ধরবে। তিনি মনে করেন, সংস্কারমুখী রাজনীতিই দেশকে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে নিয়ে যেতে পারে।
সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, যুবসমাজই দেশের সংস্কার ও পুনর্গঠনের মূল শক্তি। তাই আগামী দিনের রাজনীতি ক্ষমতার প্রতিযোগিতা থেকে বের হয়ে সংস্কার ও উন্নয়নমুখী পথকে অগ্রাধিকার দেবে—এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা।