বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দেবেন।” তিনি আরও বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না—এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে তিনি জানান, বিষয়টি সম্পূর্ণই তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত হবে। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম জিয়া, যেখানে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় এসেছেন এবং শাশুড়ির বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তুতিতেও যুক্ত হয়েছেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। তিনি বলেন, “কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং বেগম জিয়াকে লন্ডন নেওয়া হবে।”
নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু আরও জানান, জোটের প্রার্থী তালিকা খুব শিগগিরই চূড়ান্ত করা হবে। তিনি বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতির শেষ ধাপে রয়েছে এবং জাতীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতেই থাকবেন তারেক রহমান।
তারেক রহমানের প্রত্যাবর্তন এবং খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা—দুটি বিষয়ই বিএনপির ভেতরে নতুন প্রত্যাশা তৈরি করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মন্তব্য।