বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবরে যখন সারাদেশের মানুষ উদ্বেগ ও দোয়া নিয়ে একত্রিত, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কথা বলার কেউ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
শনিবার (২৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, “বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তাকে বারবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ভারতীয় মদদপুষ্ট আওয়ামী সরকার। আজ তার অসুস্থতায় সারাদেশ কাঁদছে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে—তার জন্য কথা বলার মানুষ হারিকেন দিয়েও পাওয়া যায় না।”
তিনি আরও দাবি করেন, খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, বরং দেশের সার্বভৌমত্ব ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনের প্রতীক। “গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার অগ্রসেনানী তিনি। ভারতীয় চক্রান্ত আর আওয়ামী লীগের নির্যাতন সত্ত্বেও তিনি দেশ ছেড়ে পালাননি। আজ হাসিনা পলাতক, তার নাম নেওয়ার মানুষ দেশে নেই।”—বলেন রাশেদ খাঁন।
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা ইস্যুতে তিনি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, “এ সরকারের দায়িত্ব ছিল সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্তু বিদেশিদের খুশি করতে তারা দেশের বন্দর পরিচালনার দায়িত্ব তুলে দিচ্ছে, যা জনগণ মেনে নেবে না।” তিনি সতর্ক করে বলেন, বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়া হলে জনগণ কঠোর প্রতিক্রিয়া দেখাবে।
সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগও তোলেন গণঅধিকার পরিষদের এই নেতা। তার দাবি—উপদেষ্টাদের বেশ কয়েকজন দুর্নীতি ও অবৈধ কমিশন গ্রহণে জড়িত, এবং ভবিষ্যতে যেকোনো সরকার এসব অভিযোগের তদন্ত করবে।
এর আগে, জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে জোড়াদহ বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। সেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।