জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এবার মনোনয়ন ফরম তুলেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার। বুধবার (১৯ নভেম্বর) বিকালে তিনি অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এনসিপির রাজনীতিতে তার আনুষ্ঠানিক অংশগ্রহণ ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর একই আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফলে দেবিদ্বার আসনে এনসিপির অভ্যন্তরীণ প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। এই দুইজনের মনোনয়ন দৌড় নজর কাড়ছে স্থানীয় ভোটারদের।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার দেবিদ্বার পৌর সদরের মাস্টার প্লাজার প্রয়াত আবদুল মান্নান মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং বর্তমানে ঢাকা ও কুমিল্লা জজকোটের সদস্য হিসেবে কর্মরত। তার দীর্ঘ প্রশাসনিক ও আইন পেশার অভিজ্ঞতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে একটি পরিচিত মুখে পরিণত করেছে। ২০২৩ সালের দেবিদ্বার পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনপ্রিয়তার পরিচয় দেন।
মনোনয়ন নেওয়ার বিষয়ে তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই যোদ্ধাদের দল। তাদের নেতৃত্বে দেশে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। এনসিপির কর্মকান্ড আমার কাছে খুব ভালো লেগেছে, তাই তাদের সঙ্গে কাজ করতে চাই।” তিনি আরও জানান, যদি দল তাকে মনোনয়ন দেয়, তবে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করবেন।
দেবিদ্বার–কুমিল্লা–৪ আসনটি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে একজন মুখ্য সংগঠক আরেকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা—এই প্রতিযোগিতা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন নজর থাকবে দলটি শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেয় এবং তিনি কীভাবে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনি প্রচারণা পরিচালনা করেন।