বাংলাদেশ জামায়াতে ইসলামি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী জাতীয় নির্বাচনের কাঠামো, জুলাই সনদ-র বাস্তবায়ন ও গণভোট আয়োজন নিয়ে একটি “সমঝোতামূলক রূপরেখা” তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে, আমির ডা. শফিকুর রহমান-র সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং একটি দুই সদস্যের কমিটি গঠন করা হয় ওই আলোচনার জন্য।
গঠিত কমিটির সদস্যরা হচ্ছেন — নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডা. হামিদুর রহমান আযাদ।
জামায়াতে ইসলামি সূত্র জানায়, এই কমিটি প্রয়োজনীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে পরবর্তী সময়ে সুপারিশ জমা দেবে। বলা হয়েছে, আলোচনায় থাকবে নির্বাচন কমিশনের কাঠামো, জুলাই সনদ-র আইনগত দৃষ্টিকোণ ও গণভোট-রূপায়ন।
দলটির বিবৃতিতে বলা হয়েছে, “সংলাপই বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের একমাত্র উপায়”।
সংক্ষেপে বলা যায়, জামায়াৎ এখন ভোটপরবর্তী সময়ের জন্য নিজের প্রস্তুতি বাড়াচ্ছে — শুধু নির্বাচন নয়, নির্বাচনের আগে নিয়ম-নীতি ও কাঠামোর বিষয়ে সমঝোতাভিত্তিক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে দলগুলোর মধ্যকার জটিলতা কমাতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।