জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নিজ দলের প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। তাঁর এই পোস্টটি অল্প সময়েই ভাইরাল হয়ে পড়েছে, যা দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে সারজিস আলম লেখেন, “গ্রাম- শহর, অলিগলি—জিতবে এবার শাপলা কলি।” পোস্টটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই শত শত লাইক, শেয়ার এবং কমেন্টে ভরে যায় তাঁর টাইমলাইন। অনেকে মন্তব্য করেছেন— “এবার পরিবর্তনের প্রতীক হবে শাপলা কলি”, আবার কেউ লিখেছেন, “নতুন প্রজন্মের আশা এখন এনসিপি।”
দলের নেতাকর্মীরা বলছেন, সারজিস আলমের এই বার্তা উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারে নতুন গতি এনেছে। তারা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রচারই জনগণের কাছে এনসিপির বার্তা ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এটি ইতিবাচক সাড়া ফেলেছে।