জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না—এমন ধারণা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত “রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা” শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
ডা. তাসনিম জারা বলেন,
“আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, তৃণমূলে যাই, উঠানে বসে চায়ের দোকানে কথা বলি—তখন তারা স্পষ্ট করে বলেন, কোথায় তাদের ধোঁকা দেওয়া হচ্ছে। একজন মা যখন বলেন, ‘আমি বিচার চাই,’ একজন বাবা যখন বলেন, ‘আমি সাত লাখ টাকা ঘুষ দিয়ে কেন ছেলের চাকরি কিনব? আমি তো তাকে পড়িয়েছি,’—তখন তারা আসলে পরিবর্তনের কথাই বলছেন, সংস্কারের কথাই বলছেন।”
তিনি বলেন,
“যারা ক্ষমতায় থাকেন, রাজনীতিবিদ এবং যারা ব্যবসায়ী, সেই নেক্সাস একত্র হয়ে আমাদের সমাজে এক ভয়াবহ বৈষম্য সৃষ্টি করেছে। নাগরিক হিসেবে যেসব সুবিধা পাওয়ার কথা, সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে জনগণকে। আর মানুষ তা বোঝে বলেই গত বছর তারা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তারা প্রাণ দিতেও দ্বিধা করেনি।”
তরুণদের গুরুত্ব দিয়ে এনসিপির এই নেত্রী বলেন,
“আমরা তরুণদের ছোট করে দেখার এক প্রবণতা লক্ষ্য করছি গত এক-দেড় বছর ধরে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, দেশের ৫৭ শতাংশ মানুষ ২৫ বছরের নিচে। এই বিশাল তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে না পারি, তাহলে সেটাই আমাদের ব্যর্থতা হবে।”
তিনি আরও বলেন,
“এখন আমাদের সামনে এক দারুণ সুযোগ এসেছে, যেখানে তরুণরা রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে, দেশের উন্নয়ন নিয়ে ভাবছে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে চায়। এই তরুণদের সম্পৃক্ত রাখার পরিবেশ তৈরি করা রাজনীতিবিদদের দায়িত্ব।”