জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান লিখেছেন, “জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত মানুষগুলোর ব্যাপারে এমন কথা বলবো না।”
তিনি আরও বলেন, “যারা ফ্যাসিবাদ, স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছে, তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা শুধু রাজনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, বরং শহীদদের ত্যাগকেও অসম্মান করা।”
জামায়াত আমির তার পোস্টে সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান—জাতীয় ঐক্য, গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ে যুক্ত মানুষদের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য। তিনি বলেন, “রাজনীতি যদি মানুষের মর্যাদা রক্ষার হাতিয়ার হয়, তবে আমাদের দায়িত্ব হবে একে অপরের প্রতি সম্মান দেখানো, বিশেষ করে যারা দেশের গণআন্দোলনে জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি।”
ডা. শফিকুর রহমান আরও লেখেন, “কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু দেশের স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে যারা রক্ত দিয়েছেন, তাদের অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তার এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকে মন্তব্য করেছেন, “এটাই একজন দায়িত্বশীল নেতার ভাষা।”