ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২০ নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে পলাশ গ্রুপের লোকজন স্থানীয় মুসা মার্কেটের সামনে জড়ো হন। এ সময় বিপরীত দিক থেকে খালেক গ্রুপের লোকজন মিছিল নিয়ে এলে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হন।
বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ৩০-৪০ জন যারা আহত হয়েছেন। আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।