জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর যে আক্রমণ হয়েছে, সেটা শুধু একটি ঘটনা নয়, বরং একটি বড় ম্যাসেজ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার না হলে আমাদের পরিণতিও নুরের মতো হবে।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “নুরের ওপর যে আক্রমণ চালানো হয়েছে, তার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। নিয়ম না বদলালে, সংস্কার না করলে সামনে আমাদেরও একই পরিণতির শিকার হতে হবে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে ফ্যাসিবাদের নামে দমন-নিপীড়ন চালানো হয়েছে। বিগত ১৭ বছরে বিএনপি, জামায়াতে ইসলামীসহ আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সামান্য কথা বলেছে, তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে সেইফ হাউজে। এমন দানবীয় ব্যবস্থার পরিবর্তন এখনো দেখা যায়নি। তাই গণতন্ত্রকে শক্ত ভিত্তিতে প্রতিষ্ঠা করতে হলে শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচারও নিশ্চিত করতে হবে।
তিনি জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে বলেন, তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। ১৯৭১ পূর্ববর্তী সময়ের অবস্থান স্পষ্ট করা জরুরি হলেও, তাদের ওপর যে জুলুম হয়েছে তারও জবাবদিহিতা করতে হবে। ঐক্যবদ্ধ না হলে আবারও একই দমননীতি চালু হতে পারে।
হাসনাত জোর দিয়ে বলেন, সহিংসতা নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি দরকার। তিনি নতুন সংবিধান প্রণয়ন, বিচারহীনতার অবসান ও সংস্কারের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
বৈঠকে এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী বক্তব্য রাখেন।