বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

খুলনায় ছাত্রশিবির জেলা দক্ষিণ শাখার উদ্যো‌গে কর্মী সমাবেশ অনু‌ষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৮ নভেম্বর ২০২৪, ১৮:৩৯

খুলনায় ছাত্রশিবির জেলা দক্ষিণ শাখার উদ্যো‌গে কর্মী সমাবেশ অনু‌ষ্ঠিত

জি এম ইসলাম (খুলনা প্রতিনিধি):

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যো‌গে কর্মী সমাবেশ ২০২৪ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।পাইকগাছা সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গ‌নে শুক্রবার (৮ ন‌ভেম্বর) সকাল সাড়ে ৭ টায় প‌বিত্র কুরআন তে‌লাওয়া‌তের মাধ‌্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠা‌নে উদ্বোধনী ঘোষণা করেন খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী। অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তৃতা ক‌রেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তৃতায় ‌তি‌নি বলেন, আমরা এমন একটি সময় পার করছি, যখন দেশের প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত সংগঠন, যা জাতিকে আলোর পথ দেখানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি কর্মী তার যোগ্যতার সর্বোচ্চটুকু দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

খুলনা জেলা দক্ষিণ শাখার সাধা‌রণ সম্পাদক অয়েসকুরনীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা ক‌রেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস‌্য শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক আব্দুল্লাহ আবিদ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান , পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান। অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপস্থিতি ছিলেন খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন মিলন, কয়রা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সামিউল হক প্রমূখ। এছাড়া খুলনা জেলা দক্ষিণের বিভিন্ন থানা ও ইউনিয়ন ক‌মি‌টির নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

এ সম্পর্কিত আরো খবর