পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘‘ইসলাম চর্চা আর বাধার মুখে থেমে থাকবে না। অতীতে ইমামদের রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে, ইসলামকে দমন করার চেষ্টা হয়েছে। কিন্তু এখন সময় পাল্টেছে—ইসলামের বিরুদ্ধে কোনো অন্যায় আচরণ বরদাশত করা হবে না। প্রতিটি বাধার জবাব আসবে প্রতিরোধের মাধ্যমে।’’
রোববার (৬ জুলাই) পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ষান্মাসিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘‘ইমামতি শুধু পেশা নয়, এটি ইমানি দায়িত্ব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষকে সত্য ও শান্তির পথে আহ্বান করার জন্য ইমামদেরই দায়িত্ব নিতে হবে। আজ অনেকেই সামাজিক সমস্যার সমাধানে রাজনৈতিক নেতার দ্বারস্থ হন, কারণ ইমামরা ঐক্যবদ্ধ নয়। আমাদের ঐক্য ফিরে পেতে হবে।’’
তিনি আরও বলেন, “ইসলামে তাওহীদের পরেই মুমিনদের ওপর সবচেয়ে বড় দায়িত্ব হলো ঐক্য। ইসলামি দলগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে, না হলে ইতিহাস ক্ষমা করবে না। জনগণ এখন একটি বাক্সে একজন ইসলামপন্থী প্রার্থী দেখতে চায়। এটাই সময়, ইসলামি হুকুমত প্রতিষ্ঠার জন্য ঐক্যের প্রাচীর গড়ে তোলার।”
সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে ইমামদের চাকরি জাতীয়করণ, সম্মানজনক বেতন ও আবাসন নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ‘‘ইমামদের জীবন সুন্দর হলে, সমাজ আলোকিত হবে।’’
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইমাম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং ইসলাম প্রচারে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।