চাঁপাইনবাবগঞ্জে এক পথসভায় সীমান্ত হত্যা, বিএসএফের আগ্রাসন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সীমান্তে বিএসএফ গ্রেনেড মারে, বোমা ফাটায়—এগুলো আর মেনে নেওয়া হবে না। অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে।”
রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কলেজ চত্বরে আয়োজিত এই পথসভায় নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আর কোনো সীমান্তে পাঁয়তারা করা হয়, আগ্রাসন চালানো হয়, আমার ভাইদের হত্যার চেষ্টা হয়—আমরা সীমান্তে লং মার্চ ডাকবো। আমাদের সীমান্ত আমরা নিজেরাই রক্ষা করবো।”
তিনি আরও বলেন, “আজ আমরা ৬৪ জেলায় যাচ্ছি দেশের মানুষকে দেশ গড়ার আহ্বান জানাতে। এই দেশ শহীদদের রক্তে রঞ্জিত দেশ—এটি আপনার দেশ, আমার দেশ। নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে।”
এনসিপির এই কর্মসূচি “জুলাই পদযাত্রা” শীর্ষক দেশের পুনর্গঠনের ডাক নিয়ে শুরু হয়েছে। নওগাঁ থেকে গাড়িবহর রওনা দিয়ে সকালে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে পদযাত্রা করে শান্তিমোড়, নিমতলা-বড়ইন্দারা মোড়, গাবতলা হয়ে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদরা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশকে শোষণ-দুর্নীতি-অবিচারমুক্ত করতে হবে।”
সমাবেশে বক্তারা জনগণকে দেশের স্বার্থে সজাগ থাকার, সীমান্তে হত্যার প্রতিবাদে সোচ্চার হওয়ার এবং বৈষম্যহীন, ন্যায্য ও স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।