জয়পুরহাটে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে। এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি একাত্তর ও চব্বিশ সালের আকাঙ্ক্ষার প্রতিফলন।”
শুক্রবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার শহীদ ডা. আবুল কাশেম চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “প্রথমে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে। এরপর একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে, যাতে ভবিষ্যতের বাংলাদেশ একটি সুশাসিত ও সমতাভিত্তিক রাষ্ট্রে পরিণত হয়।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রে থাকবে জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণআকাঙ্ক্ষার রূপরেখা, শহীদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি। এটি শুধু অতীত নয়, আগামীদিনের দিকনির্দেশনাও বহন করবে।”
তিনি বলেন, “শহীদের রক্তের ঋণ শোধ করতে হলে সংবিধানের ভাষাতেও তাদের স্বপ্নকে জায়গা দিতে হবে। এটি হবে কোনো একক দলের নয়, সমগ্র জাতির ঐকমত্যের দলিল।”
পথসভায় স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে। তারা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও শপথ কর্মসূচিতেও অংশ নেন।
বিশ্লেষকদের মতে, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার দাবি নতুন রাজনীতির একটি রূপরেখা দাঁড় করাতে পারে, যা রাজনৈতিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।