বর্তমান সরকারের ১০ মাস অতিবাহিত হলেও জনগণ কোনো সুফল পায়নি, বরং প্রতিটি ক্ষেত্রে চরম হতাশার শিকার হয়েছে—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক যুব সমাবেশে তিনি এই কথা বলেন।
আলাল বলেন, “যেখানে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সংবিধান রচনা করেছি, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগে দেশকে মুক্ত করেছি, সেখানে ১০ মাসে বর্তমান সরকার জনগণকে কোনো দৃশ্যমান সুফল দিতে পারেনি।” তিনি আরও উল্লেখ করেন, “প্রকৃতির নিয়মে ১০ মাসে মানুষ জন্মগ্রহণ করে, সেই সময়ও পার হয়ে গেছে, তবু এই সরকার ব্যর্থতার চক্রেই ঘুরপাক খাচ্ছে।”
আলাল দেশের বর্তমান অবস্থা নিয়ে বলেন, “পণ্যসামগ্রীর দাম কমেনি, গ্যাসের সংকট বেড়েছে, বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে, পানি সরবরাহ অপ্রতুল, ডেঙ্গু-করোনা-গুনগুনিয়ার মতো রোগ মহামারি আকার ধারণ করেছে। অথচ সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বা সংশ্লিষ্টদের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ২০১৪, ২০১৮, ২০২৪ সালের তিনটি নির্বাচনে নতুন প্রজন্ম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি আরও বলেন, “আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য।”
আলাল শেষ করেন এই বলে যে, শহীদ জিয়ার পরিবারই একমাত্র পরিবার যারা দেশের মানুষের জন্য কাজ করেছে, নিজেদের স্বার্থে নয়। জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলনের আহ্বান জানান তিনি।