জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফোনালাপ ফাঁসের ঘটনায় সমালোচনার ঝড় ওঠার পর মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এনসিপির দপ্তর শাখার যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।
নোটিশে আগামী পাঁচ দিনের মধ্যে সারোয়ার তুষারকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সোমবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুক লাইভে একটি ফোনালাপ ফাঁস করা হয়, যেখানে সারোয়ার তুষার allegedly এক নারী নেত্রীকে অনৈতিক প্রস্তাব দিচ্ছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সারোয়ার তুষার। তিনি নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক smear campaign চালানো হচ্ছে। তিনি লেখেন, “আমি কোনো অপরাধ করি নাই। আমার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভারসেশন ভাইরাল করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি ভুলের ঊর্ধ্বে না। তবে তিন মাস আগের ব্যক্তিগত কথোপকথন পরিপ্রেক্ষিহীনভাবে কেটে-ছেঁটে উপস্থাপন করে আমাকে অপমান করা হচ্ছে।”
পোস্টে তিনি রাজনৈতিক বিরোধিতাকে ব্যক্তিগত আক্রমণে রূপান্তর না করার আহ্বান জানিয়ে বলেন, “রাজনীতির বাইরেও নারী সহকর্মীদের ব্যক্তিগত জীবন রয়েছে। তাদের সম্মানহানি করে আমার বিরুদ্ধে প্রচারণা চালানো অনৈতিক।”
তিনি জানিয়েছেন, দলের নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি লিখিত ব্যাখ্যা দেবেন। একইসঙ্গে সংশ্লিষ্ট নারী নেত্রীর পরিচয় গোপন রাখার বিষয়েও সতর্কতা প্রকাশ করেন।
এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে নোটিশ প্রক্রিয়া থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে দল ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে।