বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে দেশের রাজনীতিতে এক ‘ভয়ংকর’ নতুন মাত্রা যুক্ত হবে—এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। শনিবার (১৪ জুন) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “তারেক রহমান যেদিন দেশের মাটিতে পা রাখবেন, সেদিন শুধু বিএনপি নয়, গোটা দেশে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। এই জোয়ার এতটাই শক্তিশালী হবে যে, ছোটখাটো রাজনৈতিক শক্তিগুলো তা টিকিয়ে রাখতে পারবে না।”
মাসুদ কামালের বিশ্লেষণে উঠে আসে, বর্তমানে দেশে একটি রাজনৈতিক শূন্যতা ও জনমনে গভীর অসন্তোষ বিরাজ করছে। তারেক রহমানের প্রত্যাবর্তন সেই শূন্যতা পূরণ করে নতুন নেতৃত্বের বার্তা দিতে পারে।
রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে তার দেশে ফেরা বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে তরুণ নেতাকর্মীদের মাঝে তার জনপ্রিয়তা নতুন উদ্দীপনা তৈরি করবে।
সাম্প্রতিক রাজনৈতিক সমঝোতা ও পাল্টে যাওয়া প্রেক্ষাপট ইঙ্গিত দিচ্ছে, তারেক রহমানের দেশে ফেরার পথও কিছুটা সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।