জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, স্থানীয় কোনো অপশক্তিকে ফেরাউন, নমরুদ কিংবা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী মনে করার কোনো কারণ নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাঁদাবাজি, দখলদারি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ালে পুরনো দমনমূলক পরিস্থিতি আবার ফিরে আসবে।
সোমবার (৯ জুন) ঠাকুরগাঁও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) মিলনায়তনে ‘ঠাকুরগাঁও চিরন্তন’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।
সারজিস আলম বলেন, “আপনারা কেউকেই এতটা বড় বা শক্তিশালী ভাববেন না যে, তারা ফেরাউন বা নমরুদের মতো ক্ষমতাধর। ঠাকুরগাঁওয়ে এখনো চাঁদাবাজি, দখলদারি, ক্ষমতার অপব্যবহার এবং মামলা বাণিজ্য চলছে। মামলা দেওয়ার আগে টাকা চাওয়া হয়, নাম কাটাতে টাকা লাগে, জামিনেও ঘুষ চলে। এই চক্র এখন আওয়ামী লীগের কেউ করছে না—তাহলে কারা করছে?”
তিনি বলেন, “এই অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মানুষের খারাপ আমলনামা জনসমক্ষে প্রকাশ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ঠাকুরগাঁও চিরন্তন’-এর সভাপতি সুজন আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ্জামান, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন প্রমুখ।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?