রাজনীতিতে টানটান উত্তেজনার মধ্যে শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার কিছু আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তাসনিম জারা।
এদিন রাত ৮টার কিছু পরে যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলও। বৈঠকের উদ্দেশ্যে তাদের আগমনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। ওই দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন।
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং পরিবর্তিত পরিস্থিতিতে এ বৈঠকগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের করণীয়, আগামী নির্বাচন এবং রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?