জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ (৩.৯৮/৪.০০) অর্জন করে বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মো. আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী এবং বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের দাওয়াহ্ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ মে) প্রকাশিত মাস্টার্স পরীক্ষার ফলাফলে তার এ সাফল্য নিশ্চিত হয়। এর আগেও, স্নাতক পর্যায়ে একই বিভাগে ৩.৮৯ সিজিপিএ অর্জন করে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও তার এই সাফল্য স্বীকৃতি পেয়েছে। আরিফুল ইসলাম মিসরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন। আল আজহার বিশ্ববিদ্যালয় ইসলামি জ্ঞানে উচ্চতর ডিগ্রির জন্য একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে স্কলারশিপ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক ও গৌরবজনক।
ফলাফল প্রকাশের পর অনুভূতি জানিয়ে আরিফুল ইসলাম বলেন,
“আমার স্বপ্ন ছিল ইসলামি জ্ঞান ও সংস্কৃতি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া। আজ মাস্টার্স পরীক্ষায় ভালো ফলাফল এবং আল আজহারে স্কলারশিপ—এই দুটি অর্জন আমার স্বপ্নপূরণের পথে বড় পদক্ষেপ। সকলের দোয়া চাই।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তার ফলাফলের প্রশংসা করা হয়েছে। শিক্ষক ও সহপাঠীরা বলছেন, আরিফুল একজন পরিশ্রমী, নিয়মানুবর্তী এবং শিক্ষানুরাগী ছাত্র ছিলেন। তার এই অর্জন বিভাগের জন্য গর্বের বিষয়।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?