মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ’র সহধর্মিণীকে বিদেশ যেতে বাধা মর্মে একটি সংবাদ ছড়িয়েছে।
কিন্তু ঘটনার প্রকৃত বিষয়বস্তু হয়তো অনেকেরই অজানা। তাই সকলের কাছে বিষয়টি ক্লিয়ার করতে প্রকৃত ঘটনা তুলে ধরলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলা আহবায়ক মানষ ঘোষ শান্ত। তার ফেসবুকে দেয়া পুরো ঘটনার বিবরণী নিম্নে দেয়া হলো………..
অদ্য সকালে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সন্মানিত চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ ভাইয়ের সহধর্মিণী এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন ভাবি চিকিৎসা জনিত কারনে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্য হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গমন করেন।
তাহার পরবর্তী তে ইমিগ্রেশন এর সময় কতৃপক্ষ ভাবীর এসবি রিপোর্ট ক্লিয়ারেন্স না থাকায় বিদেশ যাত্রা সাময়িক ভাবে স্থগিত করেন যেহেতু ভাবী শেখ পরিবারের আত্মীয় এবং শেখ পরিবারের সকলের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আছে তাই ভাবির এসবির রিপোর্ট এর বিষয় টি আগের থেকে জানা ছিলো না।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভাবির সাথে যথেষ্ট আন্তরিক ব্যবহার করেছে এবং ভাবিও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাস ভবনে চলে আসেন পরবর্তীতে এসবির ক্লিয়ারেন্স নিয়ে ইনশাআল্লাহ ভাবী পুনরায় চিকিৎসা সেবা নিতে খাইল্যান্ড যাবেন।
বিজেপির সর্বস্তরের নেত/কর্মী /শুভাকাঙ্ক্ষী ভাইদের প্রতি উপরোক্ত বিষয়টি ভিন্নভাবে না দেখার অনুরোধ রইলো। কারণ দেশবাসী সকলের জানা বিগত ফ্যাসিস্ট সরকার পতনে আন্দালিভ রহমান পার্থ ভাই এবং তার দলের ভূমিকা।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?