অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অতিরিক্ত প্রশংসা ও ড. মুহাম্মদ ইউনূসকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় রাখার দাবির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ।
তিনি মনে করেন, এ ধরনের তোষামোদ একটি নেতাকে ফ্যাসিবাদী শাসকের অবস্থানে ঠেলে দিতে পারে—যেমনটা ঘটেছিল শেখ হাসিনার শাসনামলে।
“জনগণ চায় তারা (অন্তর্বর্তী সরকার) যেন পাঁচ বছর ক্ষমতায় থাকেন—এটা তো এক ধরনের খায়েশ বা বাসনা। এর আগেও আমরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মুখে ড. ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার কথা শুনেছি।
কেউ দশ বছর, কেউ বলছেন যতদিন দরকার। এই কথাগুলো শুনে মনে হচ্ছে, এখন থেকেই ড. ইউনূসকে ঘিরে তোষামোদি শুরু হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “ড. ইউনূস ভালো কাজ করছেন, সংস্কার করছেন, সমর্থন পাচ্ছেন—এসব ঠিক আছে। কিন্তু তাকে আজীবন বা দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার স্লোগান তো শেখ হাসিনার আমলের চেনা কৌশলের মতোই। সেসময়ও বলা হতো ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’—এখন ঈদের জামাতেও শোনা যাচ্ছে ‘ড. ইউনূসকে আরও পাঁচ বছর দরকার’ জাতীয় স্লোগান।”
নাজমুল আশরাফ আশঙ্কা প্রকাশ করে বলেন, অতিরিক্ত তেলবাজি ও ব্যক্তিকেন্দ্রিক প্রশংসা শেষ পর্যন্ত নেতাকে একনায়কতন্ত্রের পথে ঠেলে দিতে পারে। তার ভাষায়,
“আমরা অতীতে দেখেছি কীভাবে শেখ হাসিনাকে তোষামোদ করে তার অনুসারীরাই এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় নিয়ে গিয়েছিল। এখন যদি সেই একই পথ ড. ইউনূসের ক্ষেত্রেও অনুসরণ করা হয়, তাহলে ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে পারে।”

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?