বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৬ এপ্রিল) সকালে এক শোক বার্তায় তিনি বলেন, এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের মতো আমিও গভীর সমব্যথী।
একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি এলাকার সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।
তিনি আরও বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমার শোকাহত পরিবারকে এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।
তারেক রহমান বলেন, আমি এসইউএফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
এদিকে আরেক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মেধা ও শ্রম দিয়ে তিনি তার সন্তানদের সুশিক্ষিত, প্রতিষ্ঠিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন।
তিনি বলেন, ধর্মপরায়ণা ও পরোপকারী মহিলা হিসেবে এস ইউ এফ মুকরেমা রেজা প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মৃত্যুকালে মুকরেমা রেজা দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব এবং শোক বিহ্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন।
শোক বার্তায় এস ইউ এফ মুকরেমা রেজার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব।
এর আগে শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুকরেমা রেজা। তার বয়স হয়েছিল ৭১ বছর।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?